শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ●   রাউজানে দোল উৎসব পালিত ●   ঘোড়াঘাটে বিলুপ্তির দ্বারপ্রান্তে বঙ্গবন্ধু তাঁত শিল্প ●   ঝালকাঠিতে ১২০ টাকায় পুলিশ হলো ১৭ তরুণ-তরুণী ●   প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্মরণসভায় এমপি হানিফ ●   ঘোড়াঘাটে অবাধে বিক্রি হচ্ছে ফিটকিরি মেশানো ভেজাল মধু ●   মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ গ্রেফতার-২ ●   বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম রাউজানের তামিম ●   মানবিক তরুণরা দেশ ও জাতির নেতৃত্বে : মনোওর আলী ●   রাউজানে প্রবাস ফেরত যুবকের কৃষিতে বাজিমাত ●   এমপি হাবিব এর আপেল রিয়েল এস্টেটে দোয়া অনুষ্ঠানে যোগদান ●   তামাক নিয়ন্ত্রন আইন দ্রুত সংশোধনের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর ●   রাউজানে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি গাছে সাথে ধাক্কা আহত-৬ ●   মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক ●   মাটিরাঙ্গায় চিনি বোঝাই ট্রাক জব্দ : আটক-২ ●   মুসলিম সভ্যতার প্রাচীন ঐতিহ্য রাউজানের সাহেব বিবি মসজিদ ●   মাটিরাঙ্গায় দেশীয় এলজিসহ গ্রেফতার-১ ●   রাজাপুরে ট্রান্সফর্মার চুরির হিড়িক, দুই সপ্তাহে ১১ ট্রান্সফর্মার চুরি ●   রাজধানীতে গরু মাংস ৬’শ টাকা, আলীকদমে ৯’শ টাকা হয় কি করে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আছে; বললেন: ইউএনও ●   চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা ●   সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার : গণতন্ত্র মঞ্চ ●   রাবিপ্রবি’তে জাতির পিতার ১০৪ তম জন্মদিন উদযাপিত ●   ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত ●   ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ●   বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম : পার্বত্য প্রতিমন্ত্রী ●   কুষ্টিয়ার গড়াই রেলসেতুর পিয়ার স্ট্রাকচারের অবস্থা নাজুক ●   ছোটহরিণা ১২ বিজিবি’র পক্ষ থেকে এতিমখানায় ইফতার ও এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ ●   সরকার ও সরকারি দল রাজনীতিতে পচন ধরিয়ে দিয়েছে : সাইফুল হক ●   গুরু শিষ্যের প্রেমময় জীবন ●   ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত
রাঙামাটি, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১
৭৯৮ বার পঠিত
শনিবার ● ১ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামায়াতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে আজ শনিবার ১ ডিসেম্বর শনিবার দুই পক্ষের মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এঘটনায় এক মুসল্লী নিহত এবং উভয় পক্ষের দুই শতাধিক মুসল্লী আহত হয়েছে। তাবলীগ জামাতের দিল্লীর নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাদ গ্রুপ এবং দেওবন্দ কওমি পন্থী মাদ্রাসার অনুসারী ঢাকার কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা জুবায়ের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইজতেমা মাঠে থাকা বেশ কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বিকেল পর্যন্ত টঙ্গী ও এর আশপাশের এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে নিহতের নাম ইসমাইল হোসেন মন্ডল (৭০)। তিনি মুন্সিগঞ্জ জেলার মিলিয়াপাড়া গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে। তিনি মাওলানা সা’দ গ্রুপের অনুসারী বলে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল জানিয়েছেন।

পুলিশ, তাবলীগের মুসল্লীরা ও স্থানীয়রা জানান, গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে ঘিরে প্রায় বছর খানেক ধরে তাবলীগ জামায়াতের মুসল্লীরা দিল্লীর নিজামউদ্দিন মারকাজের মাওলানা সা’দ গ্রুপ এবং দেওবন্দ কওমি পন্থী মাদ্রাসার অনুসারী ঢাকার কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা জুবায়ের গগ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এর জের ধরে উভয় পক্ষ বিশ্বইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগে টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে পৃথক তারিখ নির্ধারণ করে জোড় ইজতেমা অনুষ্ঠানের ঘোষণা দেয়। সা’দ পন্থীরা ৩০ নবেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী এবং জুবায়ের পন্থীরা ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী পৃথক জোড় ইজতেমার ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মুসল্লীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত কয়েকদিন ধরে ইজতেমা ময়দানে অবস্থান নিতে থাকে। এসময় তারা প্রতিপক্ষ মাওলানা সা’দ অনুসারীদের মাঠে প্রবেশে বাধা দেয়। বাধা পেয়ে তারা টঙ্গীর বাটা রোড ও কামারপাড়া রোডসহ ইজতেমা ময়দানের আশেপাশের এলাকায় অবস্থান নিতে থাকে। এসময় ইজতেমা মাঠে প্রবেশ পথের গেইট বন্ধ করে জুবায়ের অনুসারীরা লাঠি সোটা নিয়ে অবস্থান নেয় এবং জোড় ইজতেমায় যোগ দিতে আসা সা’দ পন্থী মুসল্লীদের ইজতেমা ময়দানে প্রবেশে বাধা দেয়। সা’দ পন্থী মুসল্লীরা শুক্রবার পর্যন্ত ময়দানে প্রবেশ করতে না পেরে আশেপাশের বিভিন্ন মসজিদে অবস্থান নেন। এসব মুসল্লীরা শনিবার ভোরে পুনঃরায় ময়দানে প্রবেশ করতে গেলে জোবায়ের পন্থীদের বাধার মুখে পড়েন। এসময় জুবায়ের অনুসারীরা ইজতেমা মাঠের টয়লেটের ছাদ থেকে বাইরে অবস্থানকারী সা’দ অনুসারীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় সা’দ অনুসারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় সা’দ অনুসারী কয়েকহাজার মুসল্লী গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে উভয় পক্ষের মাঝে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ ইজতেমা ময়দানসহ আব্দুল্লাহপুর ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ ঘটনায় আতংকিত হয়ে পথচারীসহ স্থানীয় ব্যবসায়ীরা দিকবিদিক ছুটোছুটি শুরু করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে ইটপাটকেলে ও লাঠির আঘাতে সা’দ অনুসারী ইসমাইল হোসেন মন্ডল ঘটনাস্থলেই নিহত ও উভয়পক্ষের অন্ততঃ দুই শতাধিক মুসল্লী আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে।

এদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ এমদাদুল হক ঘটনার সত্যত্যা স্বীকার করে বলেন, টঙ্গীর বিশ্বইজতেমা ময়দান এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যরা সকাল থেকেই ময়দান এলাকায় জলকামান ও সাজোঁয়া যানসহ অবস্থান নেয়। সকাল থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও বেলা ১১টার পর পরই দু’পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হলে ময়দানের বাইরে থাকা মুসুল্লীরা ফটকের তালা ভেঙ্গে এবং সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষকালে ইটপাটকেলে ও লাঠির আঘাতে উভয়পক্ষের দুই শতাধিক মুসল্লী আহত হয়েছেন। পরে অতিরিক্তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছে। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

তাবলীগ সুরা সদস্য ভারতের সা’দ পন্থীর অন্যতম মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম জানান, প্রতিবছরের মত এবারও তারা বিশ্বইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগে টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে জোড় ইজতেমা অনুষ্ঠানের ঘোষণা দেয়। সে অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ৩০ নভেম্বর জোড় ইজতেমায় যোগ দিতে আসা কয়েক হাজার মুসল্লী ইজতেমা ময়দানে ঢুকতে গেলে দেওবন্দ কওমিপন্থী মাওলানা জোবায়ের অনুসারীরা তাদের বাধা দেয়। কয়েকদিন আগে থেকেই তারা লাঠি-সোটা নিয়ে ময়দানে প্রবেশের ফটকগুলো বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেয়। ফটক দিয়ে তারা কাউকেই ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেয়নি। শনিবার ভোরে সা’দ পন্থীরা ময়দানে প্রবেশ করতে গেলে জুবায়ের পন্থীদের বাধার মুখে পড়েন। এসময় জুবায়ের অনুসারীরা সা’দ অনুসারীদের ওপর হামলা চালায় ও মারধর করে। এতে এক মুসল্লী নিহত ও কয়েকশ’ আহত হয়। তিনি জুবায়ের অনুসারীদের মাঠ থেকে সরিয়ে দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

অপরদিকে প্রতিপক্ষের দেওবন্দ কওমি পন্থী তাবলীগ মুরুব্বী মোঃ মাহফুজ জানান, ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরে তাদের জোড় ইজতেমা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়া হয়। এ ঘোষণা শুনে সা’দ পন্থীরা ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় দু’পক্ষেকে ডেকে নিয়ে নির্বাচনের আগে জোড় ইজতেমা স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। সেখানে ঊভয় পক্ষই ওই সিদ্ধান্ত মেনে নেয়। তারপরও সা’দ পন্থী কয়েক হাজার তাবলীগ মুসল্লী শনিবার ভোরে সরকারের কাছে দেয়া তাদেও দেয়া প্রতিশ্রুত ভঙ্গ করে ইজতেমা ময়দানে জোড় ইজতেমা করার জন্য ময়দানে ঢুকার চেষ্টা করছেন এবং ফটকে ফটকে জড়ো হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
---গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ জোনের সিনিয়র সহকারি কমিশনার থোয়াই অংপ্রু মারমা বলেন, ইজতেমা ময়দানের বাইরে কয়েক হাজার মুসল্লী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়ায় এবং তাদের মধ্যে সংঘর্ষ বেধে গেলে যানবাহন চলাচল বিঘিœত ও যানজটের সৃষ্টি হয়। দুপুর সোয়া একটার দিকে ধীরগতিতে গাড়ি চলাচল শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের উপ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, টঙ্গীতে মুসল্লীদের দু’পক্ষের সংঘর্ষের কারণে বিমানবন্দর সড়কের এক দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ পারভেজ হোসেন জানান, ওই ঘটনায় এ হাসপাতালে দুপুর ১২টা পর্যন্ত শতাধিক মুসল্লী চিকিৎসা দেয়া হচ্ছে। আহত মুসল্লীদের আগমন ক্রমাগত বাড়ছে।





আর্কাইভ