শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ●   রাউজানে দোল উৎসব পালিত ●   ঘোড়াঘাটে বিলুপ্তির দ্বারপ্রান্তে বঙ্গবন্ধু তাঁত শিল্প ●   ঝালকাঠিতে ১২০ টাকায় পুলিশ হলো ১৭ তরুণ-তরুণী ●   প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্মরণসভায় এমপি হানিফ ●   ঘোড়াঘাটে অবাধে বিক্রি হচ্ছে ফিটকিরি মেশানো ভেজাল মধু ●   মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ গ্রেফতার-২ ●   বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম রাউজানের তামিম ●   মানবিক তরুণরা দেশ ও জাতির নেতৃত্বে : মনোওর আলী ●   রাউজানে প্রবাস ফেরত যুবকের কৃষিতে বাজিমাত ●   এমপি হাবিব এর আপেল রিয়েল এস্টেটে দোয়া অনুষ্ঠানে যোগদান ●   তামাক নিয়ন্ত্রন আইন দ্রুত সংশোধনের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর ●   রাউজানে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি গাছে সাথে ধাক্কা আহত-৬ ●   মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক ●   মাটিরাঙ্গায় চিনি বোঝাই ট্রাক জব্দ : আটক-২ ●   মুসলিম সভ্যতার প্রাচীন ঐতিহ্য রাউজানের সাহেব বিবি মসজিদ ●   মাটিরাঙ্গায় দেশীয় এলজিসহ গ্রেফতার-১ ●   রাজাপুরে ট্রান্সফর্মার চুরির হিড়িক, দুই সপ্তাহে ১১ ট্রান্সফর্মার চুরি ●   রাজধানীতে গরু মাংস ৬’শ টাকা, আলীকদমে ৯’শ টাকা হয় কি করে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আছে; বললেন: ইউএনও ●   চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা ●   সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার : গণতন্ত্র মঞ্চ ●   রাবিপ্রবি’তে জাতির পিতার ১০৪ তম জন্মদিন উদযাপিত ●   ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত ●   ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ●   বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম : পার্বত্য প্রতিমন্ত্রী ●   কুষ্টিয়ার গড়াই রেলসেতুর পিয়ার স্ট্রাকচারের অবস্থা নাজুক ●   ছোটহরিণা ১২ বিজিবি’র পক্ষ থেকে এতিমখানায় ইফতার ও এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ ●   সরকার ও সরকারি দল রাজনীতিতে পচন ধরিয়ে দিয়েছে : সাইফুল হক ●   গুরু শিষ্যের প্রেমময় জীবন ●   ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত
রাঙামাটি, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প
৮০৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি : সংবাদ সংক্রান্ত এনামুল হক,ময়মনিসংহ প্রতিনিধি :: মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পটি আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ত্রিশাল সরকারী নজরুল একাডেমি মাঠে আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকলের জন্য ফ্রি চিকিৎসা ,বিনামূল্যে ওষুধ সরবরাহ, রক্তের গ্রুপ নির্ণয় এবং মাক্স বিতরণ করা হয়।
বিজয়ের মাসে ত্রিশালে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প।ত্রিশাল ডক্টর এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ক্যাম্পটি পরিচালিত হয।ত্রিশালে ফ্রি মেডিকের ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দল মতিন সরকার চেয়ারম্যান ত্রিশাল উপজেলা পরিষদ।আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান আনিছ,আজাহারুল মন্ডল ৪নং ওয়ার্ড কমিশনার ত্রিশাল পৌরসভা ময়মনসিংহ।
অনুষ্ঠিত হলো হোয়াইট ডাভের “করোনাকালীন সময়ে নারী স্বাস্থ্যের সেবাযত্ন” নামক সেশন

ময়মনসিংহ :: ২৩ ডিসেম্বর,২০২০ তারিখে রাত ৮টায় ফেইসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হলো হোয়াইট ডাভ প্রজেক্টের “Women’s Health Care During Pandemic” নামক সেশন।সমসাময়িক সময়ের জন্য উপযোগী এই সেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সামিউল আউয়াল সাক্ষর (আবাসিক মেডিকেল অফিসার,ক্রিটিক্যাল কেয়ার ইউনিট,এভারকেয়ার হাসপাতাল ঢাকা) এবং কাশফিয়া কাওসার মীম (সিইও ও ফাউন্ডার,মেন্টাল হেলথ কেয়ার),
হোয়াইট ডাভের মেন্টর সাদিক হাসান শুভ, টিম লিডার জেসমিন খাতুন সহ অন্য সদস্যবৃন্দ তথা সানজিদা ইসলাম ইরা,রাফিয়া ইসলাম ভাবনা,সানজানা বিন্তি,জাকিয়া সুলতানা, সোহান মাহমুদ মৃদুল এবং মো: আমানউল্লাহ।
সেশনে মডারেটর হিসেবে জাকিয়া সুলতানা (টিম মেম্বার,হোয়াইট ডাভ) এবং সানজিদা আক্তার ( ভলান্টিয়ার,হোয়াইট ডাভ) দায়িত্ব পালন করেন।সেশনের শুরুতে মডারেটরবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানান এবং সেশনের আলোচ্য বিষয় গুলো সম্পর্কে দর্শকদের অবগত করেন।
সেইসাথে হোয়াইট ডাভের টিম মেন্টর সাদিক হাসান শুভ স্যারকে আহ্বান জানান সেশন সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করার জন্য।

জনাব সাদিক হাসান শুভ হোয়াইট ডাভ প্রজেক্ট সম্পর্কে সংক্ষিপ্তভাবে নানাদিক তুলে ধরেন।এবং অতিথিদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অত:পর মডারেটরবৃন্দ অতিথি বক্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রশ্ন শুরু করেন।

উক্ত আলোচনায় ডাঃ সামিউল আউয়াল সাক্ষর করোনাকালীন সময়ে সকল বয়সী মানুষদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বিশদ আলোচনা করেন।করোনাকালীন সময়ের খাদ্যাভাস তথা ভিটামিন এ,বি-কমপ্লেক্স,ভিটামিন ডি সহ অন্যান্য পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণের কথা বলেন।পাশাপাশি নিজের কলেজ-মেডিকেল জীবনের বহু স্বেচ্ছাসেবী কার্যক্রমের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন।সেইসাথে তরুণদের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী কাজের গুরুত্বের কথাও স্পষ্ট করেন।পাশাপাশি তিনি তরুণদেরকে আহ্বান জানান পারিবারের সদস্যদের সেবাযত্নে খেয়াল রাখার জন্য।তিনি করোনাকালীন বিভিন্ন গুজব সম্পর্কেও দর্শকদের অবহিত করেন।
সেইসাথে তিনি হোয়াইট ডাভের প্রতি শুভ কামনা জানান।

উক্ত সেশনের আরেকজন অতিথি কাশফিয়া কাওসার মীম তার মেন্টাল হেলথ কেয়ার গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।তরুণদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এই হেলথ কেয়ারের পথচলা শুরু।
মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে মনকে প্রফুল্ল রাখা,সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করা, পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।সাইবার বুলিং সহ বিভিন্ন মানসিক সমস্যার বিষয়ও তিনি ব্যক্ত করেন।প্রতিটি মানুষের উচিত অন্য মানুষের প্রতি সদয় থাকা এ বিষয়টিও তিনি বুঝিয়ে বলেন।তিনি আরও জানান,মেন্টাল হেলথ কেয়ারের সেবাকাজ অনলাইন এবং অফলাইন প্লাটফর্মে চলমান রয়েছে।সেইসাথে তিনি হোয়াইট ডাভের প্রতি শুভ কামনা জানান।

পরিশেষে হোয়াইট ডাভের টিম কো-অর্ডিনেটর জেসমিন খাতুন সম্মানিত অতিথিবৃন্দ এবং সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে উক্ত সেশন সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেন।সেইসাথে সকলের সম্মিলিত প্রয়াসে প্রজেক্টটি এগিয়ে যাবে বহুদূর এই আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সেশনে দর্শকবৃন্দ তাদের মতামত পেশ করেন লাইভ সেশনে কমেন্ট করার মাধ্যমে।

হোয়াইট ডাভের এই ভার্চুয়াল সেশনের টেকনিক্যাল দায়িত্বে ছিলেন সোহান মাহমুদ মৃদুল।

হোয়াইট ডাভ নামক ৫ মাস মেয়াদী এই প্রজেক্টটি সমাজে শান্তি-সম্প্রীতি আনয়নে এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক সমৃদ্ধিতে কাজ করবে।
উল্লেখ্য,উক্ত প্রকল্পটি ইউএন উইম্যান,সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এবং উইম্যান পিস ক্যাফের (জাককাইনবি) সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)