মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নারায়ণগঞ্জে ছাত্রলীগের হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বদিউজ্জামাল নিহত
নারায়ণগঞ্জে ছাত্রলীগের হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বদিউজ্জামাল নিহত
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের সুযোগ নিয়ে দূর্বৃত্তরা দেশব্যাপী যে নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি বিবৃতিতে বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে মতলববাজ কোন মহল যাতে সরকারি বেসরকারি কোন স্থাপনায় হামলা, ভাঙ্গচুর ও লুটপাট করতে না পারে সে ব্যপারে সবাইকে সতর্ক পাহারা বসাতে হবে।
তিনি বলেন বিদ্যমান পরিস্থিতিতে প্রতিশোধাত্বক কোন তৎপরতায় লিপ্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি ধর্মীয় ও জাতীগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য স্বশস্ত্র বাহিনীসহ জনগনের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন পরিস্থিতির সুযোগ নিয়ে এই নৈরাজ্য চলতে দিলে ছাত্র জনতার বিজয় নানাদিক থেকে প্রশ্নবিদ্ধ হবে। তিনি জনগনকে ধৈর্য নিয়ে ঐক্যবদ্ধ থাকতেও উদাত্ত আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন গতকাল ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পূর্ব মুহুর্তে নারায়নগঞ্জে ছাত্রলীগের স্বসস্ত্র হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামাল মর্মান্তিকভাবে নিহত হন। শহীদের মরদেহ তার গ্রামের বাড়ি রংপুরে প্রেরন করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক বদিউজ্জামানসহ ছাত্র-জনতার মৃত্যুতে গভীর শোক জানান এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপন করেন।





প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান
আরিচা ঘাটের সেকাল আর একাল
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি