

সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আবু বক্কর সিদ্দিক এর বিরোদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি
রাঙামাটিতে আবু বক্কর সিদ্দিক এর বিরোদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরের ভেদভেদী পোষ্ট অফিস কলোনির জনসাধারণ আয়োজিত ১৯ মে-২০২৫ সোমবার ভেদভেদী বায়তুছ সালাম কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অসামাজিক ও দাম্ভিক কারণে জনৈক মাওলানা আবু বক্কর সিদ্দিক (বক্কর মল্লা) এর বিরোদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ।
অসামাজিক,দাম্ভিক মাওলানা আবু বক্কর সিদ্দিক এর অসামাজিক কার্যক্রম এর বিরুদ্ধে ভেদভেদী পোষ্ট অফিস কলোনী সমাজ উন্নয়ন কমিটি এবং এলাকাবাসীর সংবাদ সম্মেলনে জানান, তারা ভেদভেদী গোষ্ট অফিস কলোনীর অত্যন্ত শান্তি প্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক। বিগত কয়েক বছর পূর্বে মাওঃ আবু বক্কর উক্ত এলাকায় রাত্রের আধারে এলাকার কাউকে না জানিয়ে মমতাজ বেগমের নিকট হতে ঘর সহ জায়গা ক্রয় করেন। মমতাজ বেগম এর স্বামী এক সময় সড়ক ও জনপথের কর্মচারী ছিলেন। মাওঃ আবু বক্কর এর বসবাসকৃত ঘরটি সড়ক ও জনপথের কোয়াটার ছিলো। বর্তমানে এখনো পাশাপাশি দুটি সড়ক ও জনপথের কোয়াটার আছে। মাওঃ আবু বক্কর এর জায়গা ক্রয় করার পর হইতে স্বৈরাচারের দোসর আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা সাওয়াল এর নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেছেন। মাওঃ আবু বক্কর এর সীমানার প্রতিবেশী (১) মোঃ ইলিয়াছ (২) আমেনা বেগম এর সহিত ও জায়গা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছেন। মাওঃ আবু বক্কর পূর্বের ন্যায় বর্তমানে ও দাম্ভিকতা নিয়ে চলাফেরা করেন। পাশের প্রতিবেশী প্রত্যেকের সাথে খারাপ আচরন করেন। তার ছেলে মেহেদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য। তারা বর্তমানেও এলাকার প্রতিবেশীগণের উপর আক্রমনাত্বক আচরণ করেন। কথায় কথায় আইন আদালতসহ মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে সকলকে ভীত সন্ত্রস্ত করে রাখেন।
এছাড়া মাওঃ আবু বক্কর এর ডেজি আক্তারের সীমানায় প্রবেশ করে ময়লা পানি যাতায়াতের ড্রেইনটি বন্ধ করে দিয়েছেন। যার সাথে বায়তুশ সালাম জামে মসজিদ এর পানির নিস্কাশনের ড্রেইনটিও সংযুক্ত আছে। তিনি মসজিদ ও ডেজি আক্তারের সীমানায় পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ করে রেখেছেন। প্রবল বৃষ্টিতে ভূমি ধ্বস হতে পারে। স্থানীয় লোকজনের বক্তব্য অনুযায়ী জনৈক প্রবাসীর স্ত্রী ডেজি আক্তার নামক ভদ্রমহিলাকে গত ১৮/০২/২০২৫ইংরেজি তারিখ মাওঃ আবু বক্কর অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং মারধরের হুমকিও দিয়েছেন। আশপাশের মহিলাগণ তার এরকম আচরণের কারণে ভীত সন্ত্রস্ত ও নিরাপত্তহীনতায় ভুগে থাকেন। গত ১৪/০৫/২০২৫ ইংরেজি তারিখ সমাজের বৈঠকে উপস্থিত থাকার জন্য মাওঃ আবু বক্কর এর নিকট সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সামাজিক নোটিশ দেওয়া হয়। মাওঃ আবু বক্কর নোটিশ গ্রহণ করে বৈঠকে উপস্থিত হবেন বলে জানান। রাত ৯টা হতে ১০টা পর্যন্ত আসছি আসছি করে না এসে মোবাইল বন্ধ করে রাখেন। পূর্বের বৈঠকেও একই রকম আচরণ করেছেন।
এহেন পরিস্থিতিতে অসামাজিক দাম্ভিক মাওলানা আবু বক্কর সিদ্দিক এর প্রকৃত রুপ রাঙামাটিবাসীর নিকট উপস্থাপন করছি।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পোস্ট অফিস কলোনি সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদ।
এসময় সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা মোহাম্মদ সাইদুল হক, মোহাম্মদ ফজল, ফজলুল হক, বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সমাজ উন্নয়ন কমিটির সহ সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির সিঃ যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার আজিম,সমাজের সাধারণ সম্পাদক মাহবুব আলম,সমাজের যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম,যুগ্ন সম্পাদক মুরাদ সরকার, প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী ডেইজি আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।