সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদে ২৫ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে
রাঙামাটি জেলা পরিষদে ২৫ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোটা বিরোধী ঐক্যজোটের পক্ষ থেকে জানানো হয় চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ ২৪ নভেম্বর ২০২৫ থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লাগাতার চলমান থাকবে।
এরই ধারাবাহিকতায় আগামীকাল ২৫ নভেম্বর ২০২৫ সকাল ৯টা থেকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বৈষম্যমুক্ত, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ আমাদের ন্যায্য অধিকার, এবং ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা চাই নভেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক।
প্রিয় রাঙামাটিবাসী আপনাদের আন্তরিক অংশগ্রহণ, সমর্থন ও সহযোগিতা আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং ন্যায্য দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমাদের চলমান আন্দোলনের ৬ দফা দাবি নিম্নরূপ :
১. ৭% কোটা এবং ৯৩% মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।
২. প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে।
৩. প্রশ্নপত্র প্রস্তুত শেষে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পূর্বমুহূর্তে ট্রেজারি থেকে সংগ্রহ করতে হবে।
৪. পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সম্পন্ন করতে হবে।
৫. নিয়োগ পরীক্ষার আগে উপজেলা ভিত্তিক কোটা আলাদাভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
৬. নিয়োগ পরীক্ষা শেষে প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে।
ন্যায়, স্বচ্ছতা ও বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রত্যেকের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসুন, আমরা সবাই মিলে দুর্নীতি, অনিয়ম ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রজন্মের ন্যায্য অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হই।
একটি স্বচ্ছ শিক্ষক নিয়োগ আমাদের দাবি, আমাদের অধিকার।





রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন