রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
রাজীব দে, ঢাকা :: রাজধানী ঢাকার বুকে শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ইংরেজী ইমানুয়েল পার্টি সেন্টার, গুলশান-১ এ রয়্যাল হোটেল পাবলিক লিমিটেড এর অফিসিয়াল সফটওয়্যারের সফট লঞ্চিং সফলভাবে অনুষ্ঠিত হয়।উত্তরা রয়্যাল গ্লোরি রেসিডেন্স লিমিটেড এর অত্যাধুনিক সফটওয়্যার এর প্রোগ্রাম জমকালো অনুষ্ঠান মনোরম ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানটি পরিণত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায়, যেখানে সুর, আলো ও সৌন্দর্যের মেলবন্ধন অতিথিদের বিমুগ্ধ করে।
এই সুন্দর আয়োজনে সম্মানিত অতিথিদের মধ্যে বিখ্যাত চলচ্চিত্রকার জয়া আহমেদ জনপ্রিয় সংগীতশিল্পী প্রিয়াংকা এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ এবং রয়্যাল গ্লোরি রেসিডেন্স লিমিটেড এর সকল মূল্যবান বিনিযোগকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান এর পর্বে ছিল সুরেলা সংগীত, আবৃত্তি এবং সৃষ্টিশীল পরিবেশনার এক চমৎকার সমন্বয়, যা লঞ্চিং
অনুষ্ঠানে নিয়ে আসে এক বিশেষ ভিন্ন মাত্রা।
“রয়্যাল গ্লোরি কেবল মাত্র একটি প্রতিষ্ঠান নয়; এটি একটি স্বপ্ন, একটি পরিবার।আমাদের এই যাত্রায় বিনিয়োগকারীদের অবিরাম সমর্থনই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।আমরা একসাথে আরও অনেক দূরে এগিয়ে যাব।
“নতুন সফটওয়্যারটির উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর হবে বলে আশা প্রকাশ করা হয়। ভবিষ্যতে ও বিনিয়োগকারীদের সাথে রাজকীয়ভাবে এই পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আলাপে রয়েল গ্লোরীর এমডি মোঃ মাসুদ পারভেজ বলেন,আমাদের রয়েল গ্লোরী রেসিডেন্সিয়াস হোটেল টি হচ্ছে পাবলিক মানের হোটেল এবং পাবলিক লিমিটেড কোম্পানি ফোরষ্টার হোটেল, এটা ফাের ষ্টার মান এর হোটেল, এটা দেশী বিদেশী যত পর্যটক আছে তারা আসলে সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে। এটা একটা আন্তজার্তিক মানের হোটেল হবে। বর্তমানে এটার ৮০% কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাই।এটা এয়ারপোর্ট থেকে থেকে মাত্র ১০ মিনিটের দুরত্ব উত্তরায় অবস্থিত।আমাদের হোটেলটির খুব সুন্দর মনোরম পরিবেশ সামনে লেকভিউ এবং সুইমিং পুলটি দেখতে খুবই চমৎকার।যেটা ঢাকার ৮-১০ টা হোটেল থেকে একটা সেরা মানের হোটেল হবে বলে আশা করছি।
এসময় আলাপে অবসর প্রাপ্ত মেজর এবি এম আমিনুল ইসলাম বলেন, আমি একজন সিভিল ইনিজ্ঞনিয়ার,এমবিএ এইস আর ব্র্যান্ড মার্কেটিং,আমি এখানে চীফ ইনিঞ্জনিয়ার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেড অব মার্কেটিং এর দায়িত্বে আছি। আজকের আয়োজনে অতিথিরা আমার আমন্ত্রণে আমার বন্ধু্রা এবং বুয়েটের ইন্জিনিয়াররা এসেছে। এটা ফোরষ্টার মানের একটা হোটেল হবে। এই হোটেলে যা যা সুযোগ-সুবিধা থাকা দরকার সব আছে।
অনুষ্ঠানে আগত অতিথিরা এবং নেতৃবৃন্দরা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীর সুস্হতা কামনা করে সবাই দোয়া ও মোনাজাত করেন।তারা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।মহান বিজয়ের মাসে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
পরিশেষে রয়্যাল গ্লোরি রেসিডেন্স পিএলসি-এর পক্ষ থেকে সকল অনুষ্ঠানে আগত অতিথি, বিনিয়োগকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।





নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত