শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইনের জোয়ারে সন্দ্বীপেও দিন দিন সংবাদপত্রের পাঠক কমে যাচ্ছে
অনলাইনের জোয়ারে সন্দ্বীপেও দিন দিন সংবাদপত্রের পাঠক কমে যাচ্ছে
মুকতাদের আজাদ খান, ১৪ অক্টোবর :: অনলাইনের জোয়ারে দেশ- বিদেশের অন্যান্য জনপদের মত সন্দ্বীপেও দিন দিন সংবাদপত্রের পাঠক কমে যাচ্ছে। সরেজমিন সন্দ্বীপে সংবাদপত্রের সাবএজেন্ট ও সংবাদপত্র বিক্রয় প্রতিনিধিগনের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
আজ ১৪ অক্টোবর শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সন্দ্বীপের সংবাদপত্রের সাবএজেন্ট ও বিক্রয় প্রতিনিধিগনের সাথে এ প্রতিবেদকের কথা হয় মুছাপুর অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝেতে। এ সময় তারা পত্রিকা ভাঁজ করাতে ব্যাস্ত ছিলেন। কাজের ফাঁকে কথা হয় তাদের সাথে।
আলাপকালে সংবাদপত্রের সাবএজেন্টদ্বয় যথাক্রমে মো. রুবেল ও দিদারুল আলম জানান, এখন থেকে ১ বছর পূর্বেও সন্দ্বীপে সংবাদপত্র আসত প্রায় ১৫০০ শ আর এখন আসে ১১০০ শ। এ থেকে বুঝে নিন সংবাদপত্রের পাঠক দিন দিন কিভাবে কমে যাচ্ছে। কারন জানতে চাইলে তারা বলেন- ভাই ফেইসবুক অর্থাৎ অনলাইন। তারা বলেন- নেটে পাঠক সংবাদ পড়ে ফেলে, তাই পত্রিকা ক্রয়ে পাঠকের আগ্রহ কমে যাচ্ছে।
সংবাদপত্র বিক্রেতা বেলায়েত হোসেন ও মো. মাকছুদ জানান, আজাদী ব্যতীত চট্টগ্রাম ভিত্তিক কোন পত্রিকা এখন সন্দ্বীপ আসে না। আজাদী আসার কারন প্রসঙ্গে তারা বলেন- শিক্ষা বোর্ডের সংবাদ আজাদীতে ছাপানোর কারনে শিক্ষা প্রতিষ্ঠান সমুহ আজাদী রাখে।
তাদের দেয়া তথ্য মতে, সন্দ্বীপে আজ প্রথম আলো ৪৯০, নয়াদিগন্ত ১৮০, সমকাল ৯৫, বাংলাদেশ প্রতিদিন ৯০, যুগান্তর ৭৫, আজাদী ৫০, কালের কন্ঠ ২৭, ইনকিলাব ১৫, আমাদের সময় ১৫,সংগ্রাম ১০, দিনকাল ১০, ইত্তেফাক ৫, প্রতিদিনের সংবাদ ৫, daily Star 13 ও Independent 2 কপি এসেছে।
অর্থাৎ এরাই সংবাদপত্রের নিয়মিত পাঠক।
প্রতিবেদন তৈরিতে সহযোগীতা করেছেন সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত