বুধবার ● ১৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি মেডিকেল কলেজে শোক দিবসের আলোচনা সভা
রাঙামাটি মেডিকেল কলেজে শোক দিবসের আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার :: (৩১ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৫মি.)১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি মেডিকেল কলেজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট মঙ্গলবার রাঙামাটি মেডিকেল কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের উপ-পরিচালক, ডা.মো.মফিজ উদ্দীন ও ডেপুটি সিভিল সার্জন, ডা. নীহার রঞ্জন নন্দী।
আলোচনা সভায় কলেজ এর ছাত্রছাত্রীরা শোক এর কবিতা আবৃতি করেন। এসময় রাঙামাটি মেডিকেল কলেজ কর্মকর্তা,কর্মচারী, ছাত্রছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বপরিবারে শাহাদাত বরন করেন। বাঙ্গালী জাতি ও বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান ও তার কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার মৃত্যু বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা