বুধবার ● ১৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি মেডিকেল কলেজে শোক দিবসের আলোচনা সভা
রাঙামাটি মেডিকেল কলেজে শোক দিবসের আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার :: (৩১ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৫মি.)১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি মেডিকেল কলেজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট মঙ্গলবার রাঙামাটি মেডিকেল কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের উপ-পরিচালক, ডা.মো.মফিজ উদ্দীন ও ডেপুটি সিভিল সার্জন, ডা. নীহার রঞ্জন নন্দী।
আলোচনা সভায় কলেজ এর ছাত্রছাত্রীরা শোক এর কবিতা আবৃতি করেন। এসময় রাঙামাটি মেডিকেল কলেজ কর্মকর্তা,কর্মচারী, ছাত্রছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বপরিবারে শাহাদাত বরন করেন। বাঙ্গালী জাতি ও বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান ও তার কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার মৃত্যু বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়