শুক্রবার ● ৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি থেকে মারিশ্যা যাওয়ার পথে যাত্রীবাহী বাস উল্টে ১৫-২০ জন মারাত্মক আহত
রাঙামাটি থেকে মারিশ্যা যাওয়ার পথে যাত্রীবাহী বাস উল্টে ১৫-২০ জন মারাত্মক আহত

ষ্টাফ রিপোর্টার :: শুক্রবার ৮ জানুয়ারী ২০১৬ তারিখ সকাল ১০ দিকে রাঙামাটি পুরাতন বাস ষ্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মহসিন রোমান চট্টমেট্রো-চ-১৯৪৭ নাম্বারের গাড়িটি রাঙামাটি শহরের রেডিও সেন্টার এলাকায় পাহাড় উঠার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে উল্টে যায়৷ গাড়ীর চালক তপন দেব ও হেলপার পলাতক রয়েছে৷ দুর্ঘটনাস্থলে তত্ৰনিক খবর পেয়ে ছুটে যান রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন , সহকারী পুলিশ সুপার সদর সার্কেল চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ ও স্থানীয় বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা৷ প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে৷ রাঙামাটি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৫থেকে ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন৷

রাঙামাটি সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিত্সক ডাঃ শওকত আবর ও ডাঃ মংকেচিং জানান ১৫ থেকে ২০ জনকে চিকিত্সা দিয়েছেন৷ এতে কয়েকজনের অবস্থা আশংকাজনক৷ রাঙামাটি জুলুখ্যে পাহাড়ের সুকুমার দেব ও মানিকছড়ি বোধিপুরের ভাগ্যজয় চাকমা ও নানিয়াচরের কেরেত ছড়ির শুক্র কুমার চাকমার ছেলে যীশু বাবু চাকমাসহ ৭জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মোডকেল কলেজে স্থানান্তর করা হয়েছে৷ রোগী স্থানান্তরের জন্য রাঙামাটি জেলা প্রশাসকের তহবিল থেকে প্রথমিকভাবে ১০ হাজার টাকা এম্বুল্যান্স ভাড়া সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক সামসুল আরেফিন। তত্ক্ষনিক হতাহতদের নাম ও পরসংখ্যান পাওয়া যায়নি৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি রাঙামাটি সদর হাসপাতালে রয়েছেন৷





অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
রাঙামাটিতে ফের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত : ৩৬ ঘন্টার হরতাল প্রত্যাহার
রাঙামাটিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দু’দিনের হরতাল
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
রাঙামাটি নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকদের সাথে মতবিনিময়
রাঙামাটিতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত