সোমবার ● ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনা সদস্য মারা গেছে : আইএসপিআর
রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনা সদস্য মারা গেছে : আইএসপিআর
রাঙামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর বলছে, গতকাল রবিবার রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুখুম নামক এলাকায় সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি নিয়ামিত টহল দলের ওপর সস্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।
ফলশ্রুতিতে, সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বর্তমানে ওই স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তাব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে।





অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন
আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর