সোমবার ● ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সন্ত্রাসীদের পুতে রাখা মাইন বিষ্ফোরনে ২ সেনা সদস্য আহত
রাঙামাটিতে সন্ত্রাসীদের পুতে রাখা মাইন বিষ্ফোরনে ২ সেনা সদস্য আহত
কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজলায় গতকাল রবিবার সকালে সেনাবহিনীর একটি টহল দলের উপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সেনাবাহিনীর সৈনিক মো. নাসিম (১৯) গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আহত হয়েছেন আরো একজন। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে গিয়ে মাটিতে পুতে রাখা মাইন বিষ্ফোরন হয়ে ক্যাপ্টেন মেহেদি ও সৈনিক মুহসীন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এই ঘটনায় রাঙামাটি-চন্দ্রঘোনা-রাজস্থলী ও রাজস্থলী-বান্দরবান সড়কে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আতঙ্কে ঘর থেকে তেমন কাউকে অপ্রয়োজনে বের হতে দেখা যায়নি। এদিকে গতকাল রবিবার বিকেল থেকেই রাঙামাটি জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জুনায়েত কাওছারের নেতৃত্বে কাপ্তাই, চন্দ্রঘোনা ও রাজস্থলী এলাকায় টহল, ৭টি চেকপোস্ট ডিউটির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এসময় কাপ্তাই থানা, চন্দ্রঘোনা থানা ও রাজস্থলী থানার পুলিশ সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জুনায়েত কাওছার বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিকেল থেকে সেনাবিহিনীর পাশাপাশি পুলিশের টহল জোড়দার করা হয়েছে। ৭টি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। চালানো হচ্ছে অভিযান। তবে এখনো কাউকে আটক করা যায়নি।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
রানীরহাটে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ ট্রেনিং প্রোগ্রাম
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার