সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
আলীকদমে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে আলীকদম উপজেলার ২নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া এলাকায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ইয়াবাসহ তাদের আটক করেন আলীকদম থানা পুলিশ।
আটককৃতরা হলেন, পাট্টাখাইয়া এলাকার বাসিন্দা আবু রায়হানের ছেলে আব্দুর রহমান মুন্না (২২) ও ঢাকা সাভার এলাকার বাসিন্দা মেহেদী হাসান রুমান (২৪)।
পুলিশ সূত্রে জানান,শনিবার রাত সাড়ে ১১ টার দিকে আলীকদম উপজেলার ২নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু রায়হানের বাড়ীর সামনে থেকে ২৮৫ পিস ইয়াবাসহ তাদের আটক করেন পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন বলেন, গত রাতে গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে ও আটককৃতদের মধ্যে মেহেদী হাসান রুমানের বিরুদ্ধে সাভার থানায়ও একটি ইয়াবা সংক্রান্ত মামলা রয়েছে। তাদের আদালতে হাজির করা হবে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন