বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
রাঙামাটি :: কোন বিশেষ বিশেষ দিনে যেমন আমরা উপহার সামগ্রী দিই তেমনী নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষার্থীদের এই বই উপহার। আর নতুন বছরের প্রথম দিনে বই পাওয়া অনেক সুভাগ্য বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই শিক্ষার্থীদের বর্তমান সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
আজ বুধবার ১ জানুয়ারি সকালে উৎসবমুখর পরিবেশে রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি শাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ, সদর উপজেলার একাডেমীক সুপার ভাইজার রতন চাকমা, রাঙামাটি শাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সহ সভাপতি নাসির উদ্দিন তালুকদার প্রমুখ।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে আরো বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের কারণে আজকে নতুন বই পাচ্ছে। ভালোভাবে পড়ালেখার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে এগিয়ে যাও। কারণ শিক্ষার কোন বিকল্প নেই। আর এই যুগ হলো প্রতিযোগিতার যুগ। তাই এই প্রতিযোগিতার যুগে ভালো ভাবে পড়া লেখা করে পরিবারকে সুন্দর ভাবে গড়ে তুলে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।





প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
রানীরহাটে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ ট্রেনিং প্রোগ্রাম
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ