সোমবার ● ৩১ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভোক্তা অধিকার বাংলাদেশ এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠন
ভোক্তা অধিকার বাংলাদেশ এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠন
ষ্টাফ রিপোর্টার :: আজ সোমবার ৩১ আগষ্ট-২০২০ সন্ধ্যায় রাঙামাটি শহরে হাসপাতাল এলাকায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর কার্যালয়ে রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নির্মল বড়ুয়া মিলন আহবায়ক ও সোহেল চাকমাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট্য ভোক্তা অধিকার-সিআরবি’র রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক কাজী আব্দুর রউফ, সদস্য অলকপ্রিয় চৌধুরী, সৈকত রঞ্জন চৌধুরী, জগৎমিত্র চাকমা, হেলাল উদ্দিন, অনিক চাকমা, জিয়াউল হক, মিঠুন মন্ডল ও নিহার বিন্দু চাকমা।
এছাড়া কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র রাঙামাটি জেলা আহবায়ক কমিটির জন্য তিন সদস্য বিশিষ্ট্য একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে উপদেষ্টা কমিটির উপদেষ্টারা হলেন প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া ও সমাজ সেবক জুঁই চাকমা।
কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠনের সভা চলাকালিন কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির মহা সচিব কেজিএম সবুজ অনলাইনের মাধ্যমে সভায় অংশ গ্রহন করেন।
এ সময় কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব নকশাবিদ কেজিএম সবুজ বলেন, কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র প্রধান কাজ হচ্ছে জন-সাধারনকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা এবং ভোক্তা অধিকার লঙ্গণের বিষয়ে গবেষণা পত্র প্রকাশ করা। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” সংশোধন ও ভেক্তা অধিকার সংরক্ষণের জন্য “ ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় ” প্রতিষ্ঠার দাবিতে জন-মতগঠন এবং গণ-স্বাক্ষর সংগ্রাহ করা। সমাজিক অপরাধের সাথে নয়, নিজের সৎ উপার্জিত অর্থের কিছু অংশ যারা ভোক্তা অধিকার সুরক্ষায় ব্যয় করতে আগ্রহী এমন স্বেচ্ছাসেবীদের নিয়েই রাঙামাটির জেলা কমিটি গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়। ভোক্তা অধিকার আইনের সুফল জন-সাধারণের কাছে দ্রুত পৌছে দিতে সদস্য নির্বাচনের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ্ মাধ্যমে দক্ষ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন