শুক্রবার ● ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » ছোট ভাইয়ের সাথে অভিমান করে বড় বোনের আত্মহত্যা
ছোট ভাইয়ের সাথে অভিমান করে বড় বোনের আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ছোট ভাইদের সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে তানিয়া বেগম নামের ১৫ বছর বয়সী এক কিশোরী। সে উপজেলার দূর্যাকাপন গ্রামের দিলশাদ মিয়ার মেয়ে।গত বৃহস্পতিবার (১৯আগষ্ট) দিন দুপুরে সে বিষপানের ঘটনাটি ঘটেছে। এরপর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে নিহত কিশোরীর চাচা রুপা মিয়া সাংবাদিকদের জানান, তানিয়া বেলা ২টার দিকে দুপুরের খাবার খেতে বসে। এসময় ছোট দুই ভাইয়ে সাথে ঝগড়া হয় তানিয়ার। একপর্যায়ে সে বিষপান করে। তাৎক্ষণিক ভাবে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তানিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আজ শুক্রবার (২০ আগস্ট) সকালে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত সম্পন্ন হবে বলে ওসি জানান।
সরকারি জায়গায় বাড়ির গেইট নিমার্ণের অভিযোগ
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সরকারি রাস্তার ওপর বাড়ির গেইট নিমার্ণের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে যুক্তরাজ্য প্রবাসী উপজেলার সদুরগাঁও গ্রামের মো.এম আলী গত মঙ্গলবার ( ১৭ আগষ্ট) উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর প্রবাস থেকে অভিযোগ করেছেন।
প্রবাসী অভিযোগে উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও গ্রামের ভিতরের রাস্তা সরকারি অর্থায়নে আরসিসি ঢালাই করা হয়। উক্ত রাস্তার সম্মুখোভাগে (কালিগঞ্জ বাজার হতে মনাইকান্দি রাস্তার সংযোগ রাস্তা) প্রভাবশালী আব্দুর রহিম সদুরগাঁও গ্রামের কাউকে তোয়াক্কা না করে নিজ নামে গেইট নিমার্ণ করছেন।
এব্যাপারে অভিযুক্ত আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার সুমন চন্দ্র দাসের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।





পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা
ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা, আহত এনসিপি নেতাকর্মী
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন
জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল জরুরি
পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ
লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে আটক-৫
আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান
নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের