শিরোনাম:
●   আত্রাইয়ে গাঁজা-মদসহ মা-মেয়ে গ্রেপ্তার ●   চুয়েটে পুরকৌশল বিভাগের সেমিনার অনুষ্ঠিত ●   রাউজানে দেয়াল ধসে কিশোরের মৃত্যু ●   চবিতে পিসিসিপির কমিটি গঠন ●   তেল খরচ লাখ টাকা, ভেটেরিনারি ক্লিনিক এর চিকিৎসা কোথায় ? ●   পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ পিতা ও পুত্র গ্রেফতার ●   কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থী লিপ্টন ও ট্রিপল মার্ডারে রাজু শোন অ্যারেস্ট ●   কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বর্ষপূর্তি উদযাপন ●   মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ●   আলীকদমে দুর্গম পাহাড়ে মেডিক্যাল ক্যাম্প করেছে বিজিবি ●   তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি ●   নিউইয়র্কে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত ●   রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ●   ৩ জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচী ঘোষিত হবে ●   ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা ●   পার্বতীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা ●   নবীগঞ্জে আসামি ছিনতাইয়ের ঘটনায় যৌথ বাহিনীর অভিযান : আটক-১৩ ●   ফটিকছড়িতে মায়া হরিণ সাবক উদ্ধার ; চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর ●   চুয়েটের ১৩৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ●   আত্রাইয়ে পুত্রের হাতে পিতা খুন ●   নবীগঞ্জে ৩ সন্তানের জননী শেফালীর লাশ উদ্ধার ●   ঈশ্বরগঞ্জে গণধর্ষণের অভিযোগে চাচা সহ গ্রেফতার-২ ●   পার্বতীপুরে ৫পরিবারের চলাচলের রাস্তা অবরুদ্ধ ●   আলীকদমে ইয়াবাসহ আটক এক যুবক ●   চুয়েটে প্রথমবারের মতো টেডএক্সচুয়েট অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে হামলায় আহত আব্দুল্লাহ ফকিরের মৃত্যু ●   রাঙামাটির জিপি ও বিএনপি নেতা এড. মামুনুর রশিদের বিরুদ্ধে পেশাগত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ●   অন্তর্বর্তী সরকারকে বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে ●   সুপ্রদীপ চাকমা আদিবাসী পরিচয়ের দাবির প্রেক্ষেতি নিন্দা জানিয়েছে পিসিসিপি ●   উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বক্তব্য সংবিধান বিরোধী অবস্থান
রাঙামাটি, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কাজ শুরু
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কাজ শুরু
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কাজ শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে স্বাস্থ্যসেবা বাড়াতে ও অসহায় রোগিদের ফ্রি স্বাস্থ্য সেবা দিতে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রশংসিত এই উদ্যোগের কাজ শুরু হওয়ায় খুশি প্রবাসী ও বিশ্বনাথের মানুষ। সোমবার (৬ ফেব্রুয়ারি) হসপিটালের মাঠে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দি ওয়ান পাউন্ড হসপিটালের কাজ শুরু হয়েছে। দোয়া পরিচালনা করেন জামেয়া মাদানিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ।

হসপিটালের বাংলাদেশ চাপ্টারের চেয়ারপার্সন ও মন্ত্রী পরিষদের সাবেক সচিব মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে ও হসপিটালের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াছ মিয়া এবং ফাউন্ডার মেম্বার, কবি শাহ সুহেল আমিনের যৌথ পরিচালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, হসপিটাল নির্মাণ হওয়ায় মানুষ উপকৃত হবেন। উপকার পাবেন। নি:সন্ধেহে এটি মহতি ও মহৎ কাজ। ওই কাজকে এগিয়ে নিতে তিনি দেশ-বিদেশের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

সংসদ সদস্য আরো বলেন, হসপিটালের যে কোন কাজ আমি প্রধান্য দিয়ে করব। আমার সাধ্যমত সহযোগিতা করব। হসপিটালের যে কোন প্রয়োজনে আমাকে ডাক দিলে আমি সেই ডাকে সাড়া দিব।

স্বাগত বক্তব্য রাখেন দি ওয়ান পাউন্ড হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও সিইও ডাক্তার শানুর আলী মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ওয়ান পাউন্ড হসপিটালের উপদেষ্ঠা সদস্য প্রফেসর মোয়াজ্জেম হোসেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমন, উপজেলা ভ‚মি কর্মকর্তা আসমা জাহান সরকার, ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, আমেরিকা প্রবাসী মনির আহমদ, বিশ্বনাথ পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান, কাউন্সিলর মোহাম্মদ সুমন, হসপিটালের প্রথম ফাউন্ডার মেম্বার সমুজ আলী, হসপিটালের উপদেষ্ঠা সদস্য ফারুক আহমদ, শেখ মনির মিয়া, চীপ কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, ফাউন্ডার সাংবাদিক রহমত আলী, মোহাম্মদ আলী ছালেক, এম এ হক, সামছু মিয়া লয়লুছ, মাহবুব মিয়া, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ শাহ মস্তাব আলী, ব্যবসায়ী শেখ সালামত আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, বেলাল আহমদ, সংগঠক আসাদুজামান নূর আসাদ, রুমেল আলী, শাহ জামাল, মিরাজ আলী, ওয়ান পাউন্ড হসপিটাল ঢাকার কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম, দুলাল, মেডিকেল কো-অর্ডিনেটর ডাক্তার শেখ সাবিহা নাসরিন ইভা, ডাক্তার এম এ কদ্দুছ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক শেখ আজাদ, আব্দুস সালাম চৌধুরী আক্তার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, মাওলানা শহিদুর রহমান, মো. আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সুহেল, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, মসাহিদ আলী, সিলেট ২ আসনের সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব, স্বেচ্ছাসেবী শেখ সানজিদাহ শারমিন সিভা, সংগঠক শেখ ফজর রহমান, দয়াল উদ্দিন তালুকদার, বাবুল আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।

বিশ্বনাথে ৭ ওয়ার্ড পৌর বিএনপির বর্ধিত সভা

বিশ্বনাথ :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর বলেছেন, ১৫ বছর ধরে দেশে কোনো উন্নয়ন হয়নি। বিভিন্ন প্রকল্পের নামে হরিলুঠ ছাড়া আর কিছু দেশে হয়নি।

বর্তমান সরকারকে হঠিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তাই আগামী দিনে কেন্দ্রের ঘোষিত সকল কর্মসূচি নেতাকর্মীরদের পালন করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বাজারে প্রত্যেকটা নিত্যপণ্যের দাম বেড়েছে, মানুষের খরচ বেড়েছে কিন্তু আয় বাড়েনি। তিন বেলা ভাত খাওয়া কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে।

সাধারণ জনগণ এসবের প্রতিবাদ করলে জালিম সরকার দমন-পীড়ন করছে, খুন-গুম করছে।’ সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপির শীর্ষস্থায়ী নেতাকর্মীসহ হাজার হাজার নেতাকর্মী কারাবন্ধি করে রেখেছে।
তিনি (৬ ফেব্রæয়ারী) সোমবার বিশ্বনাথ ওয়ার্ড পৌর বিএনপির পৃথক দুটি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।

পৃথক দুটি পৌর ওয়ার্ড বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাক ও ৭নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান নুনু এবং পরিচালনা করেন বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ।

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, কাওছার খান, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরমান খান, বিএনপি নেতা খছরুজ্জামান খছরু, শাহজাহান, আবু সুফিয়ান, ফরিদ মিয়া, হাসমত আলী, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন, আবদুল লতিফ, তানবীর হোসেন, আবদুল হান্নান বাবুল, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান, তাজ উদ্দিন আহমদ কিনু, সাঈদ আহমদ, পৌর সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, যুগ্ম-আহবায়ক তছলিম আলী, আরশ আলী, বিলাল আহমদ, এম এ গণি, যুবদল নেতা সুহেল আহমদ, শাহ রুপন, জয়নাল আহমদ, আবদুল আজিজ, কয়েছ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, কলেজ ছাত্রদল নেতা মামুন মিয়াসহ পৌর ৭টি ওয়ার্ড বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)