মঙ্গলবার ● ১৮ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চট্টগ্রাম-রাঙামাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত - ২০
চট্টগ্রাম-রাঙামাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত - ২০
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাঙামাটি গামী বাস দূর্ঘটনায় অন্ততঃ ২০ জন আহত হয়ওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১১ টায় কাউখালীর সীমান্তবর্তী রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ১৮ জুন০২৪ সকাল ১১ টায় চট্টগ্রাম থেকে আসা রাঙামাটি গামী মোস্তাকিম পরিবহন (চট্টমেট্টো-ব-১১-০১৫৭) বাসটি কাউখালীর সীমান্তবর্তী রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ির হাকিম নগর এলাকায় বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নারী পুরুষসহ অন্ততঃ ২০ জন আহত হন।
দূর্ঘটনা কবলিত বাস যাত্রীদের আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
এসময় দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভিতর অনেক যাত্রী আটকা পড়ে। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে রাউজান ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রেরন করে।
আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আহতরা বেশীরভাগই রাঙামাটির যাত্রী হওয়ায় তাৎক্ষণাৎ তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।





রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
রাঙামাটিতে ফের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত : ৩৬ ঘন্টার হরতাল প্রত্যাহার
রাঙামাটিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দু’দিনের হরতাল