

সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাঙামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো. কামরুল ইসলাম :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ সেপ্টেম্বর সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি মো. নুরুন্নবীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিএনপি এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে চায়। অথচ আজ গণতন্ত্র বিপন্ন, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দেশে আইনের শাসন ও সুশাসন ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
অনুষ্ঠানে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী অংশ নেন। নারী-পুরুষের উল্লেখযোগ্য উপস্থিতি এবং উচ্ছ্বাসমুখর পরিবেশে রাঙামাটি শহর পরিণত হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিলনমেলায়।