

শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
কাউখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
মো. ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি :: ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার আয়োজনে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৪ দলের বিচার সহ বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার ২৬ সেপ্টেম্বর-২০২৫ বাদে আছর উপজেলা সদরে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে এক আলোচনা সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি সামশুল হক, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মোঃ আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ বশির মিয়া ( লিডার), ইসলামী আন্দোলন বাংলাদেশর কোষা্যক্ষ মোঃ ফয়েজ, যুব আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মোঃ জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সাংঘঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিন (চান মিয়া)।
এ সময় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে এক মোনাজাতের মাধ্যমে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।