সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য। অন্যথায় বৃহত্তর কর্মসুচী ঘোষনা করা হবে। সারাদেশের ন্যায় ৭% কোটাতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগে নিয়োগের দাবি জানান তারা।
তবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেছেন, কোনো ধরনের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চলবে তার নিজস্ব আইন দিয়ে। জেলা পরিষদের নিজস্ব আইনে যা বলা আছে তা দিয়েই জেলা পরিষদ পরিচালনা করবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার ১৭ নভেম্বর রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে জেলা পরিষদের নিয়োগ বানিজ্য, স্বজনপ্রীতি ও অবৈধ কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দিতে গেলে বিক্ষোভকারিদের স্পষ্টভাবেই এসব কথা বলেছেন চেয়ারম্যান।
এসময় চাকরি প্রত্যাশিত ও সচেতন নাগরিক ঐক্যের প্রতিনিধিরা বলেন- যে কোটা বাতিলের জন্য দেশে একটি বিপ্লব হয়ে গেছে, সেই কোটাই পার্বত্য অঞ্চলে এখনো রয়ে গেছে। পার্বত্য জেলা পরিষদের আইনের অজুহাত দিয়ে উপজাতিদের জন্য ৭০% শতাংশ যে কোটা দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ অযুক্তিক। তাই অতি দ্রæত এই অবৈধ কোটা প্রথা বাতিল সহ নিয়োগে ঘুষ বানিজ্য ও স্বজনপ্রীতি বাতিলের দাবি জানান তারা।
তারা আরও বলেন, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট কোটা বা শূন্যপদের সংখ্যা পরিষ্কারভাবে জানানো হয়নি, যা নিয়মবহির্ভূত। এসময় তারা স্মারকলিপি প্রদান করতে গেলে জেলা পরিষদের চেয়ারম্যান তাদের সাথে উদ্ধতপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ জানান তারা। এসময় রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের প্রতিনিধি কামাল উদ্দিন,নির্মল বড়ুয়া মিলন ও শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
এর আগে বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং থেকে শুরু করে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে প্রবেশ করে। এসময় তারা জেলা পরিষদের বিভিন্ন ধরনের অনিয়ম দূর্নীতি ও নিয়োগ বানিজ্যেসহ কোটার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।





চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল
নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা