বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকা রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতালে সমর্থন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা। যৌক্তিক দাবিতে ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালনে সর্বস্তরের রাঙামাটিবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ছাত্র জনতা সহ বিভিন্ন মহল থেকে জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ তোলা হলেও পরিষদ তা আমলে নেয়নি। বিশেষ আইন দ্বারা শক্তিশালী এ প্রতিষ্ঠান চাইলে যেকোন সমস্যা আলোচনা ও নিজস্ব ক্ষমতা বলে সমাধান করতে পারে। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বার বার তোলা গণদাবীকে উপেক্ষা করে পরিস্থিতিকে জটিল করে তুলেছে রাঙামাটি জেলা পরিষদ। সাম্প্রতিক ঘটনায় জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের পক্ষপাত ও সাম্প্রদায়িক আচরণ এবং নিজের একতরফা মনোভাব পরিলক্ষিত হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী গঠিত জেলা পরিষদের কাছে এমন আচরণ কোনভাবেই কাম্য নয়। পরিস্থিতি সুন্দরভাবে সামাল না দিয়ে সংঘাতের দিকে ঠেলে দেয়ায় বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার তার পদে থাকার যৌক্তিকতা হারিয়েছে বলে আমরা মনে করি।
উদ্বুদ্ধ পরিস্থিতিতে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সংকট নিরসন পূর্বক পুনরায় নিয়োগ প্রক্রিয়া চালু করতে রাঙামাটি জেলা পরিষদের প্রতি আমরা আহবান জানাচ্ছি।
একইসাথে সকল পক্ষকে সহনশীলতা, গণতান্ত্রিক ও সম্প্রীতির মনোভাব রক্ষার আহবান জানাচ্ছি।





চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
রাবিপ্রবি সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন
কাউখালীর আওয়ামীলীগের ৫ নেতা আটক : জামিন নামন্জুর জেলহাজতে প্রেরণ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত