শিরোনাম:
●   উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন ●   প্যানেল চেয়ারম্যান জহুরুলের সুনাম ক্ষুন্ন করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল ●   রাউজানে কালবৈশাখীর তান্ডব ●   ৮ মে বুধবার সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত ●   ঘোড়াঘাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন ●   খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের ব্রিফিং ●   নিয়মরক্ষার উপজেলা নির্বাচন অপ্রয়োজনীয়, অর্থ ও সময়ের অপচয় মাত্র ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবির স্মারকলিপি হস্তান্তর ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের কার্যনিবাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   কুষ্টিয়া বিএডিসি অফিসের এডি’র বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ ●   ঘোড়াঘাট বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত ●   নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেয়া হয়েছে : সাইফুল হক ●   কাউখালীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু ●   রাঙামাটিতে জেলা লিগ্যাল এইড অফিসারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ●   কাপ্তাই হ্রদ বাঁচাতে দুইটি প্রকল্প গ্রহণ করা হয়েছে রাঙামাটিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ●   কল্পনা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে বিভিন্ন স্থানে গণবিক্ষোভ ●   নিখোঁজ তরুণী উদ্ধার হওয়ার পরেও বাড়িতে ফেরাতে পারেনি পরিবার ●   ঈশ্বরগঞ্জে প্রার্থীদের নিয়ে অবহিতকরণ সভা ●   গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে ●   বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন ●   রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে আহত-৪ ●   বান্দরবানে শিশু আইন-২০১৩ শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা ●   রাঙামাটি কোতয়ালী থানায় মাদকসহ গ্রেফতার-৫ ●   ঘোড়াঘাটে খাদ্য গুদাম সিলগালা কর্মকর্তা উধাও ●   নর্থ ইস্ট ইউনিভার্সিটি’র পরীক্ষা নিয়ন্ত্রক হলেন সাংবাদিক লিয়াকত ●   সন্দ্বীপে ভিক্ষুক পুনর্বাসনে গবাদি পশু বিতরণ ●   লন্ডনে এনায়েত খান মহিলা কলেজের সকল সদস্যদের মিলন মেলা ●   রেলের ভাড়া বৃদ্ধির পাঁয়তারা কাটা ঘায়ে নুনের ছিটার মত
রাঙামাটি, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বর্তমান প্রেক্ষাপট
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বর্তমান প্রেক্ষাপট
৩৭১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বর্তমান প্রেক্ষাপট

---

দীপানন্দ ভিক্ষু :: বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিষ্ট এসোসিয়েশনের আহ্বান।

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। হাজার বছর ধরে বৌদ্ধরা এ ভূখন্ডে বসবাস করে আসছে। কুমিল্লা, ময়নামতি, বগুড়ার মহাস্থানগড়সহ অনেক জায়গায় বৌদ্ধ ধ্বংসাবশেষ বৌদ্ধ সভ্যতার নিদর্শন রয়েছে। মাটি খনন করলেই বৌদ্ধ পূরাকীর্তি এখনও এদেশের বিভিন্ন অঞ্চলে স্মৃতি বহন করে।
তাছাড়া এ দেশের স্বাধীনতা সংগ্রামে বৌদ্ধ জনসাধারণ ও বৌদ্ধ ভিক্ষুর অসামান্য অবদান রয়েছে। সম্প্রতি কিছু ঘটনা সেই ঐতিহ্য কালিমা লিপ্ত করা হয়েছে। এ প্রেক্ষিতে বৌদ্ধদের একমাত্র মানবাধিকার সংগঠন বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশ্ব সম্প্রদায়ের কাছে উপস্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে। বিগত ২০১২ সালের ২৯ শে সেপ্টেম্বর পরিকল্পিত ভাবে একটি তুচ্ছ সাজানো ঘটনা ফেইসবুকের মাধ্যমে একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
এ অজুহাতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর কতিপয় দুর্বৃত্তরা রামুসহ বিভিন্ন অঞ্চলে অগ্নি সংযোগ, হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। যে ধর্মে সর্বজীবের প্রতি অহিংসা, মৈত্রী, করুণা, শান্তি সম্প্রীতি ও মানব প্রেমের বাণী ধারণ ও বহন করে সেই ধর্মের ধর্মীয় উপসনালয়ে ও বৌদ্ধ পল্লীতে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায় যা এদেশের শান্তি প্রিয় বৌদ্ধ সম্প্রদায়ের হৃদয়ে দুর্বিসহ ক্ষত চিহ্নের সৃষ্টি করেছে।
বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্বড়িৎ হস্তক্ষেপের ফলে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক করেন এবং ক্ষতিগ্রস্থ বৌদ্ধ বিহার, বসতবাড়ী ও অন্যান্য স্থাপনা ক্ষতিপূরণসহ পূন: নির্মাণে যথেষ্ট অবদান রেখেছেন। এই জন্যে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু সেই সাথে উল্লেখ করতে চাই এই ন্যাক্কার জনক ঘটনার ৪ (চার) বছর অতিক্রান্ত হয়ে গেলেও অদ্যাবধি ঘটনার সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের অনেকে এখনও গ্রেফতার হয়নি এমনকি বিচারিক কার্যক্রমও বন্ধ রয়েছে। ঘটনার পরপর কিছু লোক দেখানো তৎপরতা দেখা গেলেও ঘটনার মূল নায়কদের এখনও গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনা হয়নি। আর এ কারণে উল্লেখিত মামলার এজাহার ভূক্ত আসামীরা প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলার বাদীকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে  হুমকির সম্মুখীন হতে হচ্ছে। এমতাবস্থায় অনতি বিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হচ্ছে। আমরা জানি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় প্রত্যেক সম্প্রদায়ের মানুষ স্ব- স্ব ধর্ম যথার্থ ভাবে পালন করে আসছে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই সম্প্রীতির পরিবেশ বিনষ্টের জন্য একটি মহল সর্বদা তৎপর রয়েছে। তারই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে রামুর ঘটনার মত পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই আমরা মনে করেছিলাম রামু ঘটনার পর বৌদ্ধ
সম্প্রদায়ের উপর আর কোন আঘাত আসবেনা। কিন্তু দেখা গেল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে নৃশংসভাবে হত্যা করা হল এবং বিভিন্ন স্থানে বৌদ্ধদের সম্পত্তি, ঘরবাড়ি, বৌদ্ধ শ্মশান জবর দখল করতে এক শ্রেণীর দুর্বৃত্তরা সদা তৎপর থাকে। তাই আবারো মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট সকলের কাছে মোদের উদাত্ত আহ্বান এবং সচেতন দেশবাসীর প্রতি আমাদের আকুল আবেদন, এসব  অপতৎপরতার বিরুদ্ধে সজাগ সু-দৃষ্টি রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল সুধীজনের প্রতি উদাত্ত আহ্বান জানাই।

জগতের সকল প্রাণী সুখী হউক।
বিশ্বে শান্তি বিরাজ করুক।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)