সোমবার ● ১১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » দিনাজপুর নিউজ ২৪ ডটকমের ৩য় বর্ষে পর্দাপন
দিনাজপুর নিউজ ২৪ ডটকমের ৩য় বর্ষে পর্দাপন

ঢাকা প্রতিনিধি :: ঢাকা থেকে প্রকাশিত দিনাজপুরের অন্যতম জনপ্রিয় আনলাইন পত্রিকা “দিনাজপুর নিউজ ২৪ ডটকম” এর ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে ৮ জানুয়ারী দিনাজপুর নিউজ ২৪ ডটকমের ঢাকার মোঃপুর’স্থ প্রধান কার্যালয়ে সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় কেক কেটে ৩য় বর্ষ বরণ করা হয়।
দিনাজপুর নিউজ ২৪ ডটকমের ৩য় বর্ষে পর্দাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুরের কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
ঢাকাস্থ দিনাজপুরের কৃতী সন্তানদের মধ্যে আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, সাবেক ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রকৌঃ মশিহ-উর-রহমান, সাবেক প্রধান প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড। আয়কর আইনজীবী, এ.টি.এম রফিকুল ইসলাম, সহ-সভাপতি দিনাজপুর জেলা সমিতি ঢাকা, প্রকৌঃ মোহাম্মদ জামিল, উপদেষ্টা, বাংলা ফোন লিঃ। আব্দুস সামাদ মন্ডল, জেনারেল ম্যানেজার, হানিফ এন্টারপ্রাইজ, কামরুল ইসলাম, ডিপুটি কন্ট্রোলার, মাদরাসা বোর্ড। প্রকৌশলী রেজাউল করিম মিন্টু, মোঃ বাশার বাক্তিগত সহকারী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মোঃ শফিক সহ-অনেক ঢাকাস্থ দিনাজপুরের কৃতী সন্তান। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ অধ্যায়নরত ঢাকাস্থ দিনাজপুরের কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন শাহজানুল ইসলাম পলাশ, উপদেষ্টা, দিনাজপুর নিউজ ২৪ ডটকম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এ এইচ এম রোকমুনুর জামান রনি, সম্পাদক, দিনাজপুর নিউজ ২৪ ডটকম ও সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক বনপা
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর নিউজ ২৪ ডট কমের পক্ষে সহ-সম্পাদক, জানাতুল ফেরদৌস, পায়েল, জেরিন অতিথিদের ফুল দিয়ে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। দিনাজপুর নিউজ ২৪ ডট কমের সম্পাদক রোকমুনুর জামান রনি অতিথিদের নিজ নিজ মূল্যবান সমায় নষ্ট করে দিনাজপুর নিউজ ২৪ ডট কমকে সমায় দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও দিনাজপুর নিউজ ২৪ ডটকমের জেলা ও উপজেলার প্রতিটি ইউনিটে ৩য় বর্ষ বরণ উপলক্ষে কেক কাটা, বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও সংস্ক্রাতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৩য় বর্ষ বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুরের কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, দিনাজপুর নিউজ ২৪ ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের দিনাজপুর সহ দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
২০০৮ সালের ভোটে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মধ্যে বাংলাদেশকে ডিজিটাল তথ্য-প্রযুক্তি নির্ভর দেশ গড়ার অঙ্গীকার ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, আজ বাস্তবে রূপ নিয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ সহ সারা দেশ।
বেশি দিন পূর্বে নয় একটা সমায় ঢাকা থেকে দিনাজপুরের কথা ভাবাই যেত না। আর আজ আমি ঢাকা থেকে মহুত্তের মধ্যে দিনাজপুর নিউজ ২৪ ডটকম সহ বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা বিরল ও বোচাগঞ্জ সহ দিনাজপুরের সকল উপজেলা ও দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ জানতে পারি। তাই আমি বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আজ অনেকদূর…… এগিয়েছি আমরা।
পরিশেষে ৩য় বর্ষ বরণ অনুষ্ঠানের সভাপতি, শাহজানুল ইসলাম পলাশ বলেন, সত্য ও উন্নায়নের স্বার্থে সবার কথা বলে দিনাজপুর নিউজ ২৪ ডট কম। ৩য় বর্ষ বরণ উপলক্ষে ও নতুন বছরের শুভেচ্ছা জানায় দিনাজপুর বাসীদের এবং সত্য ও উন্নায়নের স্বার্থে সবার কথা বলতে দিনাজপুর বাসীদের তিনি সহযোগিতা কামনা করেন। সব শেষে উপস্থিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান
আরিচা ঘাটের সেকাল আর একাল
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি