সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সড়কে কাপ্তাই থানা পুলিশের কার্যক্রম আরোও জোরদার
সড়কে কাপ্তাই থানা পুলিশের কার্যক্রম আরোও জোরদার
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই উপজেলায় সরকারি নির্দেশ মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সহ বিনা প্রয়োজনে যেন কেউ ঘর থেকে কেউ বের হতে না পারে এবং অহেতুক কোন যানবাহন চলাচল করতে না পারে সেজন্য কাপ্তাই থানা পুলিশের কার্যক্রম আরোও জোরদার করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী জরুরী সেবার আওতাভুক্ত যানবাহন ব্যতীত যেন অন্য কোন যানবাহন চলাচল করতে না পারে সেই বিষয়ে রেশম বাগান পুলিশ চেক পোস্টসহ থানা এলাকায় পুলিশিং কার্যক্রম আরো বাড়ানো হয়েছে।
কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন জানান, কাপ্তাই থানা পুলিশ সামাজিক দুরত্ব নিশ্চিত সহ, অপ্রয়োজনে যেন কেউ ঘোরাফেরা করতে না পারে সেজন্য থানা এলাকার প্রতিটি সড়ক এবং ইউনিয়নে টহল অব্যাহত রেখেছে।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১২০ পরিবারকে ত্রান সহায়তা
কাপ্তাই :: কাপ্তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আজ সোমবার ৬ এপ্রিল ১২০টি পরিবারের মাঝে বাড়ি গিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হয় ত্রানসামগ্রী। এসময় কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারন সম্পাদক আলীব রেজা লিমন, সহ সভাপতি অমিত বিশ্বাস বাবলু, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুমন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুন সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত থেকে এই ত্রানসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
আত্মমানবতার সেবায় এগিয়ে আসার পাশাপাশি কাপ্তাই উপজেলা ছাত্রলীগ চালু করলো জরুরী কল সেবা সার্ভিস। এলাকায় বসবাসকারী কোন ব্যাক্তি যদি ত্রান সহায়তা চাইতে দ্বিধাবোধ করে তবে উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলিব রেজা লিমনের ফোনে কল করে জানালেই ত্রানসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। এবং জানা যায়, এ পর্যন্ত প্রায় ৬ জনের বাড়িতে গিয়ে এই সেবায় ত্রানসামগ্রী পৌঁছে দিয়েছে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের কর্মীরা।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন