বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া কলেজের প্রধান সহকারি রহিমের বোবা কান্না থামাবে কে ?
উখিয়া কলেজের প্রধান সহকারি রহিমের বোবা কান্না থামাবে কে ?

উখিয়া প্রতিনিধি :: (৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.২৫মিঃ)
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী আবদুর রহিম ৷ দীর্ঘ ২৫বত্সরের চাকুরীতে নেই কোন কালিমা ৷ ১৯৯৪ইংরেজি সালের মে মাস থেকে এমপিওভুক্ত হয়ে জুন’২০১৫ইং পর্যন্ত যথানিয়মে সরকারি অংশের বেতন-ভাতা গ্রহণ করে আসে ৷
জানা যায়, জুলাই ২০১৫ এর এমপিও থেকে অজ্ঞাত কারণে তার নাম বাদ পড়ে ৷ যার ইনডেক্স নং-৬০০৭২৬৷ একাধিকবার কলেজ কর্তৃপক্ষ ও নিজ উদ্যোগে ঢাকায় শিক্ষা ভবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন সুদূত্তর পাননি ৷ শিক্ষা ভবনের ফাইল নং- ৪২৬৭৷ বর্তমানে বৃদ্ধ পিতা, স্ত্রী ও ৪ ছেলে-মেয়ের ভরণপোষণ এবং পড়ালেখার খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে আবদুর রহিমের৷
কান্না জড়িত কন্ঠে রহিম বলেন, আমার বড় ছেলে বর্তমানে উখিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ৷ অপরদিকে মেঝ ছেলে পঞ্চম শ্রেণিতে জিপিএ ৫ পেয়ে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক দৈন্যতার কারণে ছেলের অদম্য ইচ্ছাশক্তিকে মূল্যায়ন করতে পারিনি এমন হতভাগা পিতা আমি৷ বর্তমানে সে উখিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে অধ্যয়নরত ৷ এদিকে ৪ ছেলে-মেয়ের পড়ালেখার ব্যয়ভার ও পরিবারের খরচ যোগাতে মানসিক বিপর্যস্ত রহিম৷
এ ব্যাপারে উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিম বলেন, প্রধান সহকারী আবদুর রহিমের নাম এমপিও থেকে বাদ পড়া সত্যিই দুঃখজনক ব্যাপার ৷ তারপরও কলেজ কর্তৃপক্ষ যথানিয়মে তার নাম পূন: এমপিওভুক্তির জন্য আবেদন করা হয়েছে ৷ কি কারণে অদ্যবধি পর্যন্ত তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি সে ব্যাপারে কোন চিঠিপত্র হাতে আসেনি৷
এদিকে হতাশাগ্রস্থ আবদুর রহিম তার নাম পুনঃ এমপিওভুক্তি করণে সমস্যা কোথায় তাও অবগত নন ৷ নতুন করে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে এমপিও ভুক্তির আবেদন করতে বললেও এ ধরণের কোন প্রক্রিয়া এখনো চালু হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ৷ তাহলে কি অজ্ঞাত কারণে এমপিও থেকে বাদ পড়া আবদুর রহিমের নাম পুনঃ এমপিওভুক্ত করা হবে না ?





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩