মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে দুটি স্কুল থেকে জিয়ার নাম মুছে ফেলায় বিএনপি’র নিন্দা
গাবতলীতে দুটি স্কুল থেকে জিয়ার নাম মুছে ফেলায় বিএনপি’র নিন্দা
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলী সুখানপুকুরে অবস্থিত ‘শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়’ নামকরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গাবতলী থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন।
এনামুল হক নতুন স্থানীয় সাংবাদিকদের জানান, “শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠা পর ২০১৯ সালে এমপিওভূক্ত হয়। বিদ্যালয়টি ১৯ বছর আগে থেকে বলিষ্ট ম্যানেজিং কমিটির তত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। কিন্তু গত এপ্রিলে ‘শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়’ নামকরণ করা হয়। এতে ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, ছাত্রীবৃন্দ ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠে। এ কারণে সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় নাম পরিবর্তন করে আগেকার (পূর্বের) নাম অর্থাৎ শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় নাম অন্তর্ভূক্ত করার জোর দাবী করেন কমিটির সভাপতি ও গাবতলী থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন। এছাড়াও বিএনপি নেতা এনামুল হক নতুন গাবতলী পৌর সদরে অবস্থিত ‘শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘গাবতলী পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়’ নামকরণ করার তীব্র নিন্দা জানান।
সাংবাদিক মরহুম মোজাম্মেল হক এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বগুড়া :: আজ মঙ্গলবার বাদআছর বগুড়ার গাবতলী মহিষাবান কুদরতিয়া জামে মসজিদে বিশিষ্ট সাংবাদিক দৈনিক উত্তর কোণ পত্রিকা উপদেষ্টা সম্পাদক মরহুম অধ্যাপক মোজাম্মেল হক তালুকদারের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাবতলী থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মহব্বত আলী, বিএনপি নেতা বাচ্চু মিয়া, রেজাউল করিম, আলতাফ আলী, আব্দুস সামাদ, খায়রুল ইসলাম, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম আক্কাছ, রাসেল আহম্মেদ, গাবতলী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম মোহন, ছাত্রদল নেতা মানিক মিয়া, উজ্জল হোসেন, রনি আহম্মেদ, মিল্টন হোসেন, সাগর আহম্মেদ, জিহাদ হাসান, জিহাব আহম্মেদ, শামীম আহম্মেদ ও আবু সাইদ’সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ মুহাম্মাদ রানা।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই