বৃহস্পতিবার ● ২৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গুনীজন » নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আয়মন আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আয়মন আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন
নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বড়কান্দি গ্রামের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আয়মন আলী ইন্তেকাল করেছেন। ( ইন্না….রাজিউন)। মৃতুকালে তাহার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
গতকাল ২৭ জানুয়ারী বুধবার বিকেল সাড়ে ৫টার সময় বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সোনা মিয়াসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ।
এছাড়াও এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রামবাসীর উপস্থিতিতে নামাজে জানাযা শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা আয়মন আলীর পারিবারিক সূত্র জানায়,তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বুধবার ভোরে তিনি নিজ বাড়ীতে ইন্তকাল করেন।
মুক্তিযোদ্ধা আয়মন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ডা: নিজামুল ইসলাম চৌধুরী। তিনি শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন,বীর মুক্তিযোদ্ধা আয়মন আলী আজ চলে গেলেন না ফেরার দেশে। মুক্তিযুদ্ধকালীন সময়ে এই বীর সৈনিকের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্বরন করবে।
নবীগঞ্জে মাদকসেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর জায়গার উপর থেকে মাদকসেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ ২৮ জানুয়ারী আজ বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন জানা যায়- উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর সরকারী জায়গার উপর অবৈধ ভাবে ৩টি পাকা ঘর নির্মান করে রাতে মাদকের আসর ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। গত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক্সেভেটর মেশিন দিয়ে বিজনার নদীর জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন- অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু