শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্গম পাহাড়ের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী ●   ঝালকাঠিতে ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী ●   পার্বতীপুরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ●   দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক ●   আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে ●   চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত ●   রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ●   ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ●   কাপ্তাইয়ে জাদি নির্মাণ উপলক্ষে ১৬৮ ঘণ্টাব্যাপী মহা পট্ঠান পাঠ ●   গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক ●   বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান ●   ইউএনও’র উদ্যোগে ঈশ্বরগঞ্জে ১৪০ স্কুলে বার্ষিক পরীক্ষা সম্পন্ন ●   সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন সাদি উর রহিম ●   ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন ●   মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত ●   আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই ●   যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা ●   আমার বাবার হত্যাকারী হচ্ছে আওয়ামীলীগ নবীগঞ্জে রেজা কিবরিয়া ●   ঈশ্বরগঞ্জে মাইকিং করে প্রাথমিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত ●   ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ●   রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন ●   রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু ●   ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু ●   চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স ●   মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ●   পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা ●   জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
রাঙামাটি, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » গুনীজন » ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
প্রথম পাতা » গুনীজন » ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা

--- লন্ডন :: গত সোমবার ২১ জুলাই সন্ধ্যা ৭টায় ইষ্ট লন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে এফএনএইচএফ ইউকে কর্তৃক নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের জেনারেল সেক্রেটারি প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডাঃ আমিনুর রহমান লস্কর ও ভাইস প্রেসিডেন্ট ডাঃ আলতাফুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে ও চানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খানের সন্চালনায়, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার আশরাফ চৌধুরী জাহান মিয়া।
তারপর স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানে আগত সকল ডোনার মেম্বার ও অতিথিদের পরিচিতি তুলে ধরেন হার্ট ফাউন্ডেশন সিলেটের সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার ও ইউকে কমিটির ফাউন্ডার সেক্রেটারি মিছবাহ জামাল।
মন্চে অতিথিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সেন্ট্রাল কমিটির ইন্টারনাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলি, ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান বজলুর রশিদ এমবিই, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আলাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, ভাইস চেয়ারম্যান আশিক চৌধুরী, আবদাল মিয়া, রফিক মিয়া, জয়েন্ট সেক্রেটারি সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি কারল, প্রেস পাবলিসিটি সেক্রেটারি অনুপম নিউজ২৪ এডিটর মুহিব উদ্দিন চৌধুরী,ওমেন্স সেক্রেটারি নতুনদিন টিভির এক্সিকিউটিভ পলি রহমান, মেম্বারশিপ সেক্রেটারি ডাঃ সৈয়দ মাসুক আহমদ, রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ, ইসি মেম্বার ও বৃটেনের পার্লামেন্টে সম্ভাব্য লিবডেম দলীয় এমপি প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন,
তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বলেন, বৃটেনের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে তাদের পূর্ব পুরুষদের চিনতে পারে বুঝতে পারে তাই পার্মানেন্ট ডোনার বোর্ডে আগামিতে ডোনার মেম্বারদের ইউকের পাশাপাশি তাদের পিতার নাম ও দেশের গ্রাম ও উপজেলার নাম বোর্ডে অন্তর্ভুক্ত করলে তাদেরকে হাসপাতালের সাথে একটি যুগসুএ স্হাপন করা যেতে পারে।
অন্যদের মধ্যে থেকে মতামত রাখেন ইসি মেম্বার ইব্রাহিম আলি খন্দকার, ইসি মেম্বার গোলাম রসুল মুহি আহাদ, মোঃ দিলওয়ার হোসেন, মতিউর রহমান খোকন, পার্মানেন্ট ডোনার মেম্বার ও দর্পন সম্পাদক রহমত আলি, বারিষ্টার মাসুদ চৌধুরী, মোহাম্মদ ওয়ারিছ আলী।
অনুষ্ঠানে কয়েকজন নতুন ডোনার মেম্বার তাদের অনুদান প্রদানের ঘোষণা দেন, তাদের মধ্যে আংগুর আলি, গ্রাম বাংলা রেষ্টুরেন্টের ডাইরেক্টর গুলজার খান, বিবিসিসিআই লন্ডন রিজিওয়নের প্রেসিডেন্ট জেএমজির মনির আহমদ, সোনারগাঁও রেষ্টুরেন্টের ডাইরেক্টর তোফাজ্জল আলম, কামাল আহমেদ, বিশিষ্ট বাবসায়ী সিরাজ উদ্দিন, প্রভাষক আব্দুল হাই, বর্নবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল মুকিত ৫০ হাজার টাকা ,আরো উপস্থিত ছিলেন চানেল এস সিনিয়র রিপোর্টার লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, সময় টিভির ইউকে প্রধান সাংবাদিক সুয়েব কবির,সাংবাদিক আলাউর রাহমান খান শাহিন, নতুনদিন টিভির কামেরাপার্সন নাদির মজুমদার,
এছাড়াও অনুষ্ঠানে পুরনো ডোনার মেম্বারদের মধ্যে ইব্রাহিম আলি খন্দকার ১০০০ পাউন্ড, পলি রহমান ১ লাখ টাকা, গোলাম রসুল মুহি আহাদ ১ লাখ টাকা, প্রদান করবেন বলে জানান।
চেয়ারমান আহমদ উস সামাদ চৌধুরী তার বক্তবে বর্তমানে ইউকে কমিটির সকল ডোনার মেম্বারদের আহবান জানান ও আশা প্রকাশ করেছেন প্রায় ৮০ লাখ টাকা মুলের যে ইকুইপমেন্ট তা অতি জরুরি ভিতিওে ইউকে থেকে ফান্ড রেইজিং করা যাবে। ও আগামিতে ফান্ড হস্তান্তর করা যাবে।
সংবর্ধিত অতিথি প্রফেসর ডাঃ আমিনুর রহমান লস্কর হাসপাতালের শুরু থেকে ২০০৬ সাল থেকে ইউকে কমিটির মরহুম হাফিজ মজির উদ্দিন, মরহুম মোহাম্মদ ইয়াকুব, মরহুম মাহমাদুর রশীদ, মরহুম এম এ আহাদ, মরহুম তারা মিয়া, বিআর চৌধুরী সহ সকলের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও ২০০৫ সালে তথকালীন বাংলাদেশ সরকারের নামমাএ দাম প্রায় ৪ লাখ টাকা শাহি ঈদগাহের ১০০ ডেসিমেল জায়গা প্রদান করা থেকে শুরু প্রবাসীদের হাসপাতাল ভবন নির্মাণ ও গত ২০২২ সালে ৭তম তলা নির্মাণের জন্য ধন্যবাদ জানান।
ও সরকার এ পর্যন্ত প্রায় ৪৫ কোটি টাকা ও দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বান্ক সহ দাতব্য প্রতিষ্ঠানের অনুদানের ফলে হার্ট ফাউন্ডেশন এই অলাভজনক প্রতিষ্ঠানটির ৯ম তলা পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে তাও উল্লেখ করে হাসপাতালের বর্তমান চিকিৎসা সেবার সম্পূর্ণ দিক তুলে ধরেন।
ও প্রবাসীদের অনুদান ভবিষ্যতে অব্যাহত রাখারও আহবান জানিয়েছেন।

পরিশেষে ধন্যবাদ জানিয়ে জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান বলেন,
সবার পারস্পরিক সহযোগীতায় এই সপ্নের প্রতিষ্টান একটি উন্নতমানের সেবামূলক,আর্তসামাজিক প্রতিষ্টান হিসাবে বলিষ্ঠ ভুমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)