

বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » গুনীজন » ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
লন্ডন :: গত সোমবার ২১ জুলাই সন্ধ্যা ৭টায় ইষ্ট লন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে এফএনএইচএফ ইউকে কর্তৃক নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের জেনারেল সেক্রেটারি প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডাঃ আমিনুর রহমান লস্কর ও ভাইস প্রেসিডেন্ট ডাঃ আলতাফুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে ও চানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খানের সন্চালনায়, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার আশরাফ চৌধুরী জাহান মিয়া।
তারপর স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানে আগত সকল ডোনার মেম্বার ও অতিথিদের পরিচিতি তুলে ধরেন হার্ট ফাউন্ডেশন সিলেটের সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার ও ইউকে কমিটির ফাউন্ডার সেক্রেটারি মিছবাহ জামাল।
মন্চে অতিথিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সেন্ট্রাল কমিটির ইন্টারনাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলি, ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান বজলুর রশিদ এমবিই, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আলাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, ভাইস চেয়ারম্যান আশিক চৌধুরী, আবদাল মিয়া, রফিক মিয়া, জয়েন্ট সেক্রেটারি সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি কারল, প্রেস পাবলিসিটি সেক্রেটারি অনুপম নিউজ২৪ এডিটর মুহিব উদ্দিন চৌধুরী,ওমেন্স সেক্রেটারি নতুনদিন টিভির এক্সিকিউটিভ পলি রহমান, মেম্বারশিপ সেক্রেটারি ডাঃ সৈয়দ মাসুক আহমদ, রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ, ইসি মেম্বার ও বৃটেনের পার্লামেন্টে সম্ভাব্য লিবডেম দলীয় এমপি প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন,
তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বলেন, বৃটেনের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে তাদের পূর্ব পুরুষদের চিনতে পারে বুঝতে পারে তাই পার্মানেন্ট ডোনার বোর্ডে আগামিতে ডোনার মেম্বারদের ইউকের পাশাপাশি তাদের পিতার নাম ও দেশের গ্রাম ও উপজেলার নাম বোর্ডে অন্তর্ভুক্ত করলে তাদেরকে হাসপাতালের সাথে একটি যুগসুএ স্হাপন করা যেতে পারে।
অন্যদের মধ্যে থেকে মতামত রাখেন ইসি মেম্বার ইব্রাহিম আলি খন্দকার, ইসি মেম্বার গোলাম রসুল মুহি আহাদ, মোঃ দিলওয়ার হোসেন, মতিউর রহমান খোকন, পার্মানেন্ট ডোনার মেম্বার ও দর্পন সম্পাদক রহমত আলি, বারিষ্টার মাসুদ চৌধুরী, মোহাম্মদ ওয়ারিছ আলী।
অনুষ্ঠানে কয়েকজন নতুন ডোনার মেম্বার তাদের অনুদান প্রদানের ঘোষণা দেন, তাদের মধ্যে আংগুর আলি, গ্রাম বাংলা রেষ্টুরেন্টের ডাইরেক্টর গুলজার খান, বিবিসিসিআই লন্ডন রিজিওয়নের প্রেসিডেন্ট জেএমজির মনির আহমদ, সোনারগাঁও রেষ্টুরেন্টের ডাইরেক্টর তোফাজ্জল আলম, কামাল আহমেদ, বিশিষ্ট বাবসায়ী সিরাজ উদ্দিন, প্রভাষক আব্দুল হাই, বর্নবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল মুকিত ৫০ হাজার টাকা ,আরো উপস্থিত ছিলেন চানেল এস সিনিয়র রিপোর্টার লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, সময় টিভির ইউকে প্রধান সাংবাদিক সুয়েব কবির,সাংবাদিক আলাউর রাহমান খান শাহিন, নতুনদিন টিভির কামেরাপার্সন নাদির মজুমদার,
এছাড়াও অনুষ্ঠানে পুরনো ডোনার মেম্বারদের মধ্যে ইব্রাহিম আলি খন্দকার ১০০০ পাউন্ড, পলি রহমান ১ লাখ টাকা, গোলাম রসুল মুহি আহাদ ১ লাখ টাকা, প্রদান করবেন বলে জানান।
চেয়ারমান আহমদ উস সামাদ চৌধুরী তার বক্তবে বর্তমানে ইউকে কমিটির সকল ডোনার মেম্বারদের আহবান জানান ও আশা প্রকাশ করেছেন প্রায় ৮০ লাখ টাকা মুলের যে ইকুইপমেন্ট তা অতি জরুরি ভিতিওে ইউকে থেকে ফান্ড রেইজিং করা যাবে। ও আগামিতে ফান্ড হস্তান্তর করা যাবে।
সংবর্ধিত অতিথি প্রফেসর ডাঃ আমিনুর রহমান লস্কর হাসপাতালের শুরু থেকে ২০০৬ সাল থেকে ইউকে কমিটির মরহুম হাফিজ মজির উদ্দিন, মরহুম মোহাম্মদ ইয়াকুব, মরহুম মাহমাদুর রশীদ, মরহুম এম এ আহাদ, মরহুম তারা মিয়া, বিআর চৌধুরী সহ সকলের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও ২০০৫ সালে তথকালীন বাংলাদেশ সরকারের নামমাএ দাম প্রায় ৪ লাখ টাকা শাহি ঈদগাহের ১০০ ডেসিমেল জায়গা প্রদান করা থেকে শুরু প্রবাসীদের হাসপাতাল ভবন নির্মাণ ও গত ২০২২ সালে ৭তম তলা নির্মাণের জন্য ধন্যবাদ জানান।
ও সরকার এ পর্যন্ত প্রায় ৪৫ কোটি টাকা ও দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বান্ক সহ দাতব্য প্রতিষ্ঠানের অনুদানের ফলে হার্ট ফাউন্ডেশন এই অলাভজনক প্রতিষ্ঠানটির ৯ম তলা পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে তাও উল্লেখ করে হাসপাতালের বর্তমান চিকিৎসা সেবার সম্পূর্ণ দিক তুলে ধরেন।
ও প্রবাসীদের অনুদান ভবিষ্যতে অব্যাহত রাখারও আহবান জানিয়েছেন।
পরিশেষে ধন্যবাদ জানিয়ে জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান বলেন,
সবার পারস্পরিক সহযোগীতায় এই সপ্নের প্রতিষ্টান একটি উন্নতমানের সেবামূলক,আর্তসামাজিক প্রতিষ্টান হিসাবে বলিষ্ঠ ভুমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।