রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
এম বাবুল,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ‘কাপ্তাই নতুন বাজার লকগেইট ১০ শয্যা হাসপাতাল’। বিশেষ করে চিকিৎসক ডা. এ.কে.এম. কামরুল হাসান যোগদানের পর থেকে হাসপাতালটির চিকিৎসা সেবার মান আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে সেবার মান বাড়লেও তীব্র জনবল সংকট এবং চিকিৎসক-স্টাফদের আবাসন ব্যবস্থার নাজুক দশা এখন মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাপ্তাইয়ের দুর্গম এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে অসংখ্য রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসছেন।
স্থানীয়দের মতে, আগে এখানে নিয়মিত চিকিৎসক পাওয়া দুষ্কর ছিল। বর্তমানে আউটডোর ও ইনডোরে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, “আগে ডাক্তার পাওয়া যেত না, এখন বড় ডাক্তার নিয়মিত বসেন এবং খুব যত্ন নিয়ে আমাদের কথা শোনেন।”
তবে সেবার পরিধি বাড়লেও সংকট রয়ে গেছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামে। ১০ শয্যার হাসপাতালে যে ধরনের ন্যূনতম আধুনিক যন্ত্রপাতি থাকা প্রয়োজন, তার বড় একটি অংশ এখানে নেই। ফলে উন্নত সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডা. কামরুল হাসান জানান, গত দুই বছরে তিনি ব্যক্তিগত অর্থ ব্যয় করে রোগীদের বসার ব্যবস্থা ও সুপেয় পানির সংকট সমাধান করেছেন, তবে সরকারিভাবে আধুনিক সরঞ্জাম সরবরাহ করা জরুরি।
কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, “চিকিৎসায় গতি ফিরলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল সংকট বড় সমস্যা। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, আবাসন সমস্যার বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসকদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ দ্রুত নজর দিলে এই হাসপাতালটি এই অঞ্চলের দরিদ্র মানুষের জন্য একটি আদর্শ স্বাস্থ্যকেন্দ্র হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউট ব্যাজ কোর্স সমাপনী অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস