বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী,খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
মঙ্গলবার ১৪ জানুয়ারী বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা
জামায়াতের উদ্যোগে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের নারিকেল বাগান, ভাঙ্গা ব্রীজ হয়ে মুক্তমঞ্ছে এসে সমাবেশে পরিণত হয়।
এসময় সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান বলেন,
১৩ই জানুয়ারি’২৬. রাত ১০টায় এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর বাসার সামনে (হোল্ডিং নাম্বার ৭৫, জেলা পরিষদ অফিসার্স ডরমিটরির পেছনে, উন্নয়ন বোর্ড রেস্টহাউজ এলাকা, শালবন, ৬নং খাগড়াছড়ি পৌর ওয়ার্ড, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা এ ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
বক্তারা বলেন নির্বাচনে জামায়াত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীর জনস্রোত ও বিজয়ী হওয়ার আশংকায় ঈর্ষান্বিত হয়ে একটি দল এধরণের ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে এ ন্যাক্কারজনক কাজে জড়িতদের দ্রুত সনাক্ত করে বিচারের আওতায় আনতে প্রশাসনের নিকট জোর দাবি জানচ্ছি।
এর আগে, ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।





খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১