বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
স্টাফ রিপোর্টার :: আজ বুধবার ১৪ জানুয়ারি- ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টায় রাঙামাটি থেকে ৭৫ কিলোমিটার দুরে গিয়ে খাগড়াছড়ি শহরের কলেজ রোড এর মহাজনপাড়া লারমা স্কয়ারে পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে পাহাড়ের অবিসংবাদিত নেতা প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।
এসময় জুঁই চাকমা বলেন,পাহাড়ের গনমানুষের আপোষহীন অবিসংবাদিত নেতা যাকে বলা হয় প্রয়াত এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে রাঙামাটি থেকে এসেছি। মানবেন্দ্র নারায়ন লারমা সারা বিশ্বের মেহনতি মানুষের জন্য কথা বলেছেন, রাজনীতি করেছেন, তিনি সত্যই একজন গণমানুষের নেতা ছিলেন।
তিনি পাহাড়ের নিজ জনগোষ্ঠীর নিপীড়িত মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন এবং সেই সংগ্রামের নিজের জীবণ পর্যন্ত দিয়েছেন।
আমরা এ পাহাড়েরই মানুষ, সেই কারণে আমরা এম.এন লারমা-কে বিনম্র শ্রদ্ধা জানাই।
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি আমাদের পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান অটুক থাকবে।
আমি সময় পেলে পাহাড়ের মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি শ্রদ্ধা জানাতে আবারও খাগড়াছড়িতে আসবো গণতন্ত্র মঞ্চের সমর্থীত এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বলেন।
এসময় জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া (বন্ধুসংগঠন), সদস্য সতেজ চাকমা, জলমনি চাকমা, অরুনজিতা চাকমা, এমেলী চৌধুরী, সাইমুন ইসলাম, আবু বড়ুয়া (বন্ধু সংগঠন), চিরোজ্যোতি চাকমা, সাইফুল ইসলাম, সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ পার্টির নেতা-কর্মীরা পাহাড়ের মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।





খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার