রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় বন্ধ ইট ভাটা চালুর দাবিতে ইট ভাটার মালিক-শ্রমিক ও শ্রমজীবী মানুষেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
রবিবার ২১ডিসেম্বার সকালে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিক্ষোভকারীরা বেলা দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে।
এ সময বন্ধ যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট তৈরি হয়।
এর আগে পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে জেলার সকল ইটভাটা বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছিল জেলা প্রশাসন।
এর প্রতিবাদে খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে।
ফলে, একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে, তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট পুরো জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
পরিবেশের সকল নিয়ম-কানুন মেনেই খাগড়াছড়িতে ইটভাটা পরিচালনার জন্য প্রশাসনের অনুমতি আশা করেন তিনি।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সভাপতি মো. রাজ্জাক, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মো. ইব্রাহিম প্রমূখ।





হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক