রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে আবার লাশ ঝুলিয়ে তা পুড়িয়ে দেয়ার ঘটনাকে এদেশে নজিরবিহীন বিভৎসতা হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে এই ধরনের বিভৎসতা বেড়ে যাওয়ার আশংকা রয়েছে।
তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের কালেও এরকম নৃশংসতার বিষয় জানা যায়না।এসব ঘটনা মানুষকে আতংকিত করে তুলেছে। দেশের মানুষকে মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, ক’মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও বিচার না হওয়াও দেশব্যাপী খুনিরা উৎসাহিত হচ্ছে।একারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে।
তিনি উল্লেখ করেন, লক্ষীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ও আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নৃশংসতার আর এক উদাহরণ তৈরী করেছে
তিনি বলেন, সরকার ও প্রশাসনের অকার্যকারীতায় দেশজুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটছে। ঘোষণা দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমান করে দেশে এখন মানুষের জান মাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের মধ্যকার বা তাদের ছত্রছায়ায় থাকে বিশেষ কোন গোষ্ঠীর মদদ ব্যতিরেকে এ ধরনের রোমহষর্ক ঘটনা সংঘটিত হতে পারেনা।
বিবৃতিতে তিনি বলেন, এটা স্পষ্ট যে, সরকারের কোন না কোন অংশ এই ধরনের অপতৎপরতা ঘটতে দিচ্ছে।তিনি প্রশ্ন তোলেন, নানা নামের নানা বর্ণের এই দূর্বত্ত মাফিয়া সন্ত্রাসীরা কি সরকারকে জিম্মি করে ফেলেছে? তিনি বলেন, এসব ব্যাপারে সরকারের খোলামেলা কথা বলা উচিৎ।
তিনি বলেন, এখনো পর্যন্ত দুই পত্রিকা ভবনে হামলাকারীরা গ্রেফতার না হওয়া বিস্ময়কর।
তিনি অনতিবিলম্বে সাম্প্রতিককালে সংঘটিত নজিরবিহীন নৃশংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে। তিনি অপরাধীদের রাজনৈতিক ও আদর্শিক কোন সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ নেবার আহবান জানান।
একইসাথে তিনি এসব রাজনৈতিক ও সামাজিক অনাচার ও অপরাধের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করার আহবান জানান।





আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক