শিরোনাম:
●   ৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ●   ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত ●   জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু ●   ঝালকাঠিতে হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ ●   হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ●   দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা ●   হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ ●   কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার ●   বড়দিন উপলক্ষ্যে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ●   খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব ●   আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ ●   মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত ●   মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা ●   বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা ●   ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ●   সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন ●   মহান বিজয় দিবসে রাঙামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ●   কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন ●   রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা ●   রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন ●   রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী ●   ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় বড় ভাইকে দেখতে এসে হামলার শিকার ●   ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা ●   মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ ●   গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন ●   আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রাঙামাটি, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
প্রথম পাতা » ময়মনসিংহ » ৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা। নারী ও পুরুষ স্বাস্থ্য সহকারীরা ব্যানার, ফেস্টুন ও সংগঠনের পতাকা হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হয়ে আসছে। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূরুল হক (হলুদ) বলেন,
স্বাস্থ্য সহকারীরাই তৃণমূল পর্যায়ে শিশুদের মারাত্মক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ টেকনিক্যাল দায়িত্ব পালন করে থাকেন। অথচ আজও আমরা টেকনিক্যাল পদমর্যাদা, স্বতন্ত্র বেতন স্কেল ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই বৈষম্য আর মেনে নেওয়া যায় না।
উপজেলা শাখার সাবেক সভাপতি আনিসুর রাজ্জাক ভূইঁয়া (খোকন) বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এখন সময়ের দাবি। দেশের প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী একই বৈষম্যের শিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য সহকারীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশা করেন।
এদিকে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন। তিনি বলেন, কর্মবিরতির ফলে টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে, যা শিশু ও গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ। কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে জনস্বাস্থ্যে।

ঈশ্বরগঞ্জে শীতার্ত মানুষের পাশে মজিবুর রহমান
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির ফলে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে নিজ বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করেন ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এবং উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম ঢাকা’র সভাপতি মজিবুর রহমান।
এ সময় রাজিবপুর ইউনিয়নের সহস্রাধিক শীতার্ত, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনেকেই বলেন, প্রচণ্ড শীতে এই সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে।
রাজিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোশারফ হোসেন তালুকদার এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম ঢাকা’র সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা আমির হামজা নাজিম, ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, রাজিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিম উদ্দিন, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় মানুষ চরম কষ্টের মধ্যে দিন কাটায়। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামান্য এই সহযোগিতার মাধ্যমে যদি কারও কষ্ট কমে, সেটাই আমাদের সার্থকতা। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, শীতের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)