বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা, ইশতেহার ঘোষণা জননেতা সাইফুল হকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা-১২ আসনের (১৮৫) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভার স্থান ছিল মৃত্তিকা সম্পদ উন্নয়ন অধিদপ্তর।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম মিলনসহ সকল প্রার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করীম (সহকারী রিটার্নিং কর্মকর্তা) সহ পুলিশ ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা, ওয়াহিদা বেগম (এআরও), যারা উপস্থিত সকল প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার পাঠ করান।
অনুষ্ঠান শেষে জননেতা সাইফুল হক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে আন্তরিক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন- ঢাকা-১২ আসনে বিএনপির মার্কা কোদাল। ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান এ সময়ের জীবিত ১০ জনের মধ্যে আমি একজন। রাজনীতি আমার কাছে কোনো ব্যবসা নয়, রাজনীতি আমার কাছে ইহবাদতের মতো।
তিনি আরও বলেন, সংসদ সদস্য পদ যদি অলাভজনক হতো, তাহলে ইঁদুর দৌড়ের মতো পাল্লাপাল্লি চলত না। আমি সংসদ সদস্য হলে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি ছয় মাসে একবার গণশুনানির আয়োজন করব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. আবু আল আলাল, ডা. নাজমুল, ডা. কে এম জিয়াউর রহমান ও ডা. জিতু (সভাপতি, ড্যাব)। সভায় সভাপতিত্ব করেন ডা. মুজিবুল হক জুয়েল (অধ্যক্ষ)।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা সাইফুল হক আগামী ১২ ফেব্রুয়ারি কোদাল মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, দখলদারিত্বের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার ভোট।
অনুষ্ঠান শেষে তিনি পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ি এলাকায় জনসংযোগে অংশগ্রহণ করেন, যেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।





তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত