মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
মোঃ ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস -২০২৫ ইং মঙ্গলবার ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসন মাঠে উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে ভোরে উপজেলা প্রশাসন মাঠে নব নির্মিত স্মৃতি সৌধে পুষ্প মাল্যদিয়ে কার্যক্রমের সুচনা করা হয়। প্রথমে পুষ্প মাল্য প্রদান করেন উপজেলা প্রশাসন পরে কাউখালী থানা উপজেলা বিএনপি ও অংগ সংগঠন ও সহযোগি সংগঠন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মাদ্রাসা কলেজে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে শহিদদের প্রতি পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা প্রশাসন মাঠে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান।
এ সময় পাশে উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি মো. এনামুল হক চৌধুরী।
কুচকাওয়াজ শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের
সম্মানে এক সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি গন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং সুশীল সমাজের প্রতিনিধি স্থানীয় গন মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেওয়া হয় এবং উপজেলা প্রশাসন হতে প্রত্যেকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
বিকাল বেলা প্রশাসন মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং বিভিন্ন বিষয়ের উপর বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।





কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা