রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
শহীদ বুদ্ধিজীবি দিবসে আজ রবিবার মিরপু্রে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ মানুষ জননেতা সাইফুল হক , রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মাহবুবুল করিম টিপু, সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ , মোহাম্মদ আলী, নান্টু দাশ এবং পার্টির মহানগর নেতৃবৃন্দ।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত নেতা কর্মী ও গণমাধ্যমের সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন স্বাধীনতার পর সাড়ে পাঁচ দশক পার হলেও এখনও পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের আকাংখ্যার সাম্যভিত্তিক মানবিক,অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়নি, শহীদ বুদ্ধিজীবীদের ঘাতকদের উপযুক্ত বিচারও এখনও সম্পন্ন হয়নি।উল্টো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি বাস্তবে তারা গণঅভ্যুত্থান চেতনাকে ধারণ করতে পারেনি, বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে কখনও ধর্মের নামে,কখনও নানা মতাদর্শের নামে নানাভাবে বলপ্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেয়া হচ্ছে, আমাদের বহুত্ববাদী সহিষ্ণু সমাজে হিংসা, ঘৃণা ছড়িয়ে দেয়া হচ্ছে।জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে। তিনি এসব অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।
তিনি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আকাংখ্যা বাস্তবায়নেরও প্রত্যয় ব্যক্ত করেন।





নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত