রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ফেরিওয়ালা নিখোঁজ
কাউখালীতে ফেরিওয়ালা নিখোঁজ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: সম্প্রতিকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি এলাকা হতে ফেরি করতে গিয়ে এক ফেরিওয়ালা শুক্রবার নিখোঁজ হয়েছে বলে জানা যায়।
সুত্র জানায় উপজেলার পার্শবর্তী রাঙ্গুনিয়ার রানীরহাট বাজারের পাশে ভাড়াটিয়া থাকতেন ফেরিওয়ালা মো. শহিদ খা (৩৭) পিতা শুক্কুর আলীসাং রসুল পুর, পোঃ মাইনীমুখ, লংগদু রাঙামাটি পার্বত্য জেলা।
দির্গদিন যাবত তিনি কাউখালী উপজেলার মগাইছড়ি, হারাঙ্গী পাড়া, চেলাছড়া, পানছড়ি, উল্টো পাড়া, ঘিলাছড়ি সহ প্রত্যন্ত পাহাড়ি এলাকার বিভিন্ন পাহাড়ি এলাকার বিভিন্ন গ্রামে লেইসপিতা বাচ্ছাদের খেলনা সহ বিভিন্ন কসমেটিকস বিক্রি করে বেড়াতেন।
গত ৬ মাস আাগে ঘিলাছড়ি এলাকার উপরে পানছড়ি প্রত্যন্ত এলাকায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সসশ্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) অধ্যুসিত প্রসিত বিকাস খীসা গ্রুপের সদস্যরা তাকে আটক করে তার সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা তার কাছ থেকে জোর করে হাতিয়ে নিয়ে যায় বলে একটি সুত্র জানায়।
বিষয়টি তিনি কাউকে জানায়নি। পরবর্তীতে তিনি গত কয়েক দিন আগে আবারও তিনি কাউখালী উপজেলার একই এলাকায় ফেরি করতে গিয়ে গত শুক্রবার ১৯ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে তার সহকর্মীরা তার স্ত্রী কে জানালে তিনি বিষয়টি কাউখালী আর্মি ক্যাম্পে এবং থানায় অবগত করা হলে বিষয়টি পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া থানা এলাকায় হওয়ায় সেই থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন।
ধারণা করা হচ্ছে এলাকাটি ইউফিডিএফ প্রসিত বিকাস খীসা গ্রুপের নিয়ন্ত্রীত হওয়ায় তাদের নিয়ন্ত্রিত এলাকায় তাদের অনুমতি না নিয়ে প্রবেশ করায় হয়তো তাকে তারা অপহরণ করে থাকতে পারে বা মোটা অংকের চাঁদার জন্য হয়তো অপহরণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এদিকে নিখোঁজ ব্যাক্তির ছোট বোন সুরাইয়া আক্তার (মনি) রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানায়।
রাঙ্গুনিয়া থানার সাধারণ ডায়েরী নম্বর -৯১০. তারিখ : ২০/১২/২০২৫ ইংরেজি।
এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ ব্যাক্তির কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
তবে কাউখালী উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে উদ্ধার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানায় এবং তার পরিবারের পক্ষ থেকেও তাকে উদ্বার করার জন্য খোজ খবর নিচ্ছেন বলে জানান।





কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পর্যটকের মৃত্যু
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
বড়দিন উপলক্ষ্যে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব