শনিবার ● ৮ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে পুড়েছে বসতঘর
রাউজানে আগুনে পুড়েছে বসতঘর
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে একটি বসতঘর। এই ঘটনায় আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আজ ৮ মে শনিবার গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, উপজেলার ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বলের বাড়ীর, রতন দত্ত (৫০) এর ঘরে।
জানা যায়, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো. রোকন উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস’কে খবর দেন, এসময় এলাকার লোকজনের চেষ্টায় আশাপাশের আরও কয়েকটি ঘর রক্ষাপান। তবে খবর পেয়ে রাঙ্গুনিয়া একটি ফায়ার সার্ভিস আসার আগেই ঘরটি সর্ম্পূণ পুড়ে যাই। প্রায় কয়েক ঘন্টা কাজ চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে, স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি, স্থানীয় লোকজনসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করি, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত রতন দত্তের পরিবারে দুই ছেলে একই কাঁচা ঘরে বসবাস করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক ভাবে নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে, তিনি জানান ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে।





চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ