সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শেখ রাসেল এর জন্মদিন পালিত
আত্রাইয়ে শেখ রাসেল এর জন্মদিন পালিত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: দীপ্ব জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস - এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনে নওগাঁর আত্রাইয়ে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড এবং আত্রাই থানা পুস্পস্তবক অর্পণ করেন। অপরদিকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ,আত্রাই নওগাঁ আ’লীগ দলিয় কার্যালয়ে কেক কাটা, পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক উপস্থিত ছিলেন । এসময় দিবসের তাৎপর্য তুলেধরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. অনিক ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান, সাংবাদিক তপন কুমার সরকার, কবি আহম্মেদ পিন্টু বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।





আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত