বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বৈদ্যুতিক শক দিয়ে স্বামীকে হত্যার অভিযোগে মিরসরাইয়ে স্ত্রী আটক
বৈদ্যুতিক শক দিয়ে স্বামীকে হত্যার অভিযোগে মিরসরাইয়ে স্ত্রী আটক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে এমদাদুল হক (৪৮) নামে এক প্রবাসীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী নারগিস মোস্তারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে এবং বুধবার (২২ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করা হয়েছে। নিহত প্রবাসী এমদাদ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত মনছুর আহম্মদের পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে প্রবাসীর স্ত্রী নারগিস তার দেবরকে ফোন করে জানায় তার ভাই বিদ্যুৎস্পর্শে মারা গেছে। সে পুরাতন বাড়ির অদূরে নতুন বাড়ি করে সেখানে বসবাস করে। এই খবর শুনে প্রবাসী এমদাদুল হকের অন্য দুই ভাই সেখানে গিয়ে দেখতে পায়, নিচে ফ্লোরে তাদের ভাইয়ের নিথর দেহ পড়ে রয়েছে। হাতে ও বুকে দাগ রয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে। আরও জানা যায়, এমদাদুল হকের সাথে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে এবং বনিবনা হচ্ছে না। এর আগেও এমদাদুল হক’কে খুন করতে লোক পাঠিয়েছিল। তার ভাইকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগ করেছে নিহতের ভাইয়েরা। এবং সেই সাথে তাদের ভাই যদি খুন হয়ে থাকে তাহলে সঠিক বিচারের দাবি করেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বুধবার সকালে খবর পেয়ে ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার থেকে এমদাদুল হক নামে একজনের লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্টে হাতের মধ্যে তার পেছানো আঘাতের চিহৃ, বুকেও আঘাতের চিহৃ দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নারগিসকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে হত্যা কি না স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ও ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।





মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার