শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » ঢাকা » গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিনত করুন
গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিনত করুন
ঢাকা :: যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনন জোরদার করতে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ২৮ জুলাই-২০২৩ বিকালে মৎস ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ১ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই সরকারের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ এখন গণজাগরণে পরিনত হয়েছে। এই গণ জাগরণকে এখন গণঅভ্যুত্থানে রাস্তায় নিয়ে যেতে হবে।নেতৃবৃন্দ অনতিবিলম্বে সরকারকে পদত্যাগের ঘোষণা দেবার আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, পাকিস্তানি স্বৈরশাসকদের মত এই সরকার ও এখন দখলদার সরকারে পরিনত হয়েছে। জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে এই সরকার দেশকে মগের মুল্লুকে পরিনত করেছে, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে তারা দেশ ও জনগণকেই বাজি ধরেছে।
নেতৃবৃন্দ দেশের সকল গণতান্ত্রিক শক্তি ও জনগণকে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহবান জানান।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ,নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক,আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর মঞ্চের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশের সভাপতি জোনায়েদ সাকি যুগপৎ ধারায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী হিসাবে আজ বেলা ১১ টা থেকে ঢাকার প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান ঘোষণা করেন।





রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি