বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠন
কাউখালীতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠনকল্পে এক পরামর্শ সভা গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পরামর্শ সভায় সভাপতিত্ব করেন, মাওলানা মো. মুছা।
পরামর্শ সভায় বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ছানা উল্লাহ, সিনিয়র সহ- সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম,সহ-সভাপতি হাফেজ আবুল হোসেন, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইউছুফ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার।
পরামর্শ সভায় কাউখালী উপজেলা ইসলামী শাসনতন্র আন্দোলনের প্রধান উপদেষ্টা মো. বশির মিয়া ( লিডার),কাউখালী উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল হক, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মোহাম্মদ সলিম উল্লাহ,মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ মহি উদ্দিন মাওলানা একরামুল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে পরামর্শ সভা শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাউখালী উপজেলা শাখার ৪০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরামর্শ সভায় উপস্থিত সকলের পরামর্শে মাওলানা মোহাম্মদ মুছাকে সভাপতি, মাওলানা মোহাম্মদ ছানা উল্লাহকে সাধারণ সম্পাদক ও মাওলানা মোহাম্মদ আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।





রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
রাঙামাটিতে ফের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত : ৩৬ ঘন্টার হরতাল প্রত্যাহার
রাঙামাটিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দু’দিনের হরতাল