বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
আত্রাইয়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন কর্তৃক ২৫ মার্চ গনহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, আফজাল হোসেন, ওসি সাহাবুদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সরদার মাহমুদ উত্তাল প্রমুখ বক্তব্য দেন। প্রস্তুতি সভা শেষে এদিন উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাসকতা সভা হয়।
সভায় বক্তাগণ ১৬ডিসেম্বর ও ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় উদযাপন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিবেশ ভালো রাখতে কাজ করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। সেইসাথে আসন্ন ঈদকে ঘিরে কেহ যেনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেবিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, তিনি এ উপজেলায় যোগদানের পর থেকে তাঁর কাজে সর্বশ্রেণি পেশার মানুষ সহায়তা করছেন। এ ভাবে সহায়তা পেলে উপজেলার মানুষদের সেবা দিতে এবং আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে সহজ হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।





আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত