

বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কাউখালীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্নাঢ্য রেলী ও আলোচনা সভা বুধবার (৩ সেপ্টেম্বর /২৫) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির সহযোগী ও অংগ সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত হয়ে এক বর্নাঢ্য রেলী উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মহি উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (শাকিল), জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) নুর নবী, জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু। উপজেলা বিএনপির সিনয়র সহ সভাপতি সাজাইমং মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব সাবেক মেম্বার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর তারা মিয়া। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ তারেক হাসান, উপজেলা যুবদলের আহবায়ক মমিনুল করিম জীবন, উপজেলা মহিলা দলের সভাপতি ফেরদৌসী বেগম, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবর, কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দীন, সহ উপজেলা বিএনপির সহযোগী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।