

বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ট্রাক-বাস টার্মিনালে অবৈধ দখল, সড়কে বাড়ছে দুর্ঘটনা
ট্রাক-বাস টার্মিনালে অবৈধ দখল, সড়কে বাড়ছে দুর্ঘটনা
মো. কামরুল ইসলাম :: শহরের প্রধান দুটি বাস ও ট্রাক টার্মিনাল কাগজে-কলমে পরিবহনযান রাখার জন্য হলেও বাস্তবে ভিন্ন চিত্র। টার্মিনালের ভেতরে অবৈধ দোকান বরাদ্দ, দখলবাজি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এখন সেগুলো কার্যত ব্যবসায়িক স্থানে রূপ নিয়েছে। ফলে পুরো শহরজুড়েই রাস্তায়, বিশেষ করে পথচারিদের চলাচলের জায়গাতেই দাঁড় করানো হচ্ছে ট্রাক ও ভারী যানবাহন। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
টার্মিনালে দোকান, রাস্তায় ট্রাক স্থানীয় চালক-শ্রমিক নেতাদের অভিযোগ, শুধু একটি ট্রাক টার্মিনালেই পৌরসভা অন্তত ২০টি দোকান বরাদ্দ দিয়েছে। এসব দোকান থেকে নিয়মিত মাসোহারা আদায় করা হচ্ছে। অথচ সরকারি কাগজে ওই টার্মিনালটি ইজারা দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। বাস্তবে ইজারা দেওয়া হলেও দোকান বরাদ্দের মাধ্যমে জায়গা সংকুচিত করায় নির্দিষ্ট যানবাহন রাখার আর কোনো সুযোগ নেই। ফলে শহরের বিভিন্ন সড়ক, গলিপথ এমনকি স্কুল-কলেজের সামনে পর্যন্ত ট্রাক দাঁড় করিয়ে রাখা হচ্ছে।
ভোগান্তি ও ঝুঁকি প্রতিদিন সড়কের দুই পাশে রাখা এসব যানবাহনের কারণে যানজট লেগেই থাকে। সংকীর্ণ রাস্তায় চলাচলের সময় ঝুঁকির মুখে পড়ছেন পথচারিরা। স্থানীয়রা জানান, সড়কে হঠাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কয়েকদিন আগেই ট্রাক ট্রার্মিনাল এর সামনের ট্রাকচাপায় এক জন নিহত হন।
চালক-শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, আমরা নিয়মিত টার্মিনাল ব্যবহার করতে চাই। কিন্তু জায়গা সংকুচিত করে দোকান বরাদ্দ দেওয়ায় এখানে যানবাহন রাখা যায় না। ফলে আমাদের রাস্তায়ই গাড়ি দাঁড় করাতে হয়।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইচ্ছে করলেই এ অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা নিতে পারে। কিন্তু টার্মিনালের ভেতরে দোকান বরাদ্দ দিয়ে নিয়মিত ভাড়া আদায়ের কারণে সেখান থেকে সরে আসছে না পৌরসভা।
সাধারণ জনসাধারণ বলছেন টার্মিনালকে শুধুমাত্র যানবাহন রাখার জন্য নির্ধারিত করতে হবে। দোকান, অবৈধ দখল বা অন্য কোনো কাজে জায়গা ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাক-বাস দাঁড় করানো ঠেকাতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শহরবাসীর আশা, টার্মিনাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনলে যেমন সড়কে শৃঙ্খলা আসবে, তেমনি কমবে দুর্ঘটনাও।