সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা
পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা
মো. কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি :: ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙামাটি পার্বত্যজেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।
ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিপুল জ্যোতি চাকমা তাঁর ফেসবুক পোস্টে লেখেন: আমি, বিপিন জ্যোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, রাঙামাটি পার্বত্যজেলা, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ ইংরেজি তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতি পত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো। রাঙামাটি পার্বত্য জেলায় এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন বিপিন জ্যোতি চাকমা। তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। যদিও তিনি মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে তাঁর পদত্যাগের পেছনের প্রকৃত কারণ নিয়ে স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে।
এই পদত্যাগের ফলে রাঙামাটি জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।





রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বেতবুনিয়ায় সিএনজি কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত -১
রাঙামাটি জেলা পরিষদে ২৫ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে
কাউখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি