সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা
পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা
মো. কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি :: ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙামাটি পার্বত্যজেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।
ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিপুল জ্যোতি চাকমা তাঁর ফেসবুক পোস্টে লেখেন: আমি, বিপিন জ্যোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, রাঙামাটি পার্বত্যজেলা, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ ইংরেজি তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতি পত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো। রাঙামাটি পার্বত্য জেলায় এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন বিপিন জ্যোতি চাকমা। তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। যদিও তিনি মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে তাঁর পদত্যাগের পেছনের প্রকৃত কারণ নিয়ে স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে।
এই পদত্যাগের ফলে রাঙামাটি জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।





প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
রানীরহাটে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ ট্রেনিং প্রোগ্রাম
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ