রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
ষ্টাফ রিপোর্টার :: (১০ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মিঃ) ধর্ম যার যার রাষ্ট্র সবার৷ পূর্বের সকল ধর্মের ধর্মীয় ও সামাজিক উত্সবের ন্যয় এবারও আসন্ন হিন্দুধর্মালম্বীদের দূর্গা পুজা ও বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দানোত্সবে আইন শৃংখলা পরিস্থিতি সুস্থ রাখতে প্রশাসনের পাশাপাশি সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷ তিনি বলেন, সকল উত্সবে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘঠে সে বিষয়ে কমিটি ও প্রশাসনকে সজাগ থাকতে হবে৷ পুজো ও চীবর দানোত্সবে যাতে বিদ্যুত্ বিতরণ সঠিকভাবে সচল থাকে সে বিষয়ে বিদ্যুত্ বিভাগকে পরামর্শ দেন৷
২৫সেপ্টেম্বর রবিবার সকালে রাঙামাটি পর্যটন কমপেস্নক্স সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা হেডম্যান এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক থোয়াই অং মারমা’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী মসজিদ, স্কুল, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতা বিরোধী প্রচারনা চলছে৷ আসন্ন দুর্গা পুজো ও কঠিন চীবর দানোত্সবে আইন শৃংখলা পরিস্থিতি সঠিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি৷
সরকারী কোন প্রতিষ্ঠানের আশেপাশে অবৈধ দখলদার ভুমি দখলকালে নীরব না থেকে সাথে সাথে প্রশাসনকে বিষয়টি অবগত ও প্রতিষ্ঠান প্রধানকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ৷ সকলের সহযোগিতায় বিগত ও চলতি মাসে জেলার আইন শৃংখলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে৷ এ ধরনের সহযোগিতা আগামীতেও তিনি কামনা করেন৷
পৌর মেয়র বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কাপ্তাই লেইকে সন্ধ্যার পর লঞ্চ ও বোটে করে বড় বড় সাউন্ড নিয়ে গান বাজানো হচ্ছে এতে করে লেইকের আশে পাশের লোকজন ও শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে৷ এ বিষয়ে তিনি সাউন্ড সিস্টেম, লঞ্চ ও বোট মালিক সমিতির সাথে মিটিং করা হবে৷ তিনি বলেন, বনরুপা বাজারে কিচেন মার্কেট না থাকায় এলোমেলো ভাবে বাজার বসানোর কারনে জনগনের অসুবিধা হচ্ছে৷ তাই পৌরসভার পক্ষ থেকে একটি কিচেন মার্কেট করারও পরিকল্পনা রয়েছে৷ এছাড়া পৌর ওয়ার্ডের মধ্যে স্ট্রিট লাইট ও রাস্তার সমস্যা দেখা দিলে পৌর কর্তপক্ষকে অবগত করার অনুরোধ জানান তিনি৷
শিৰা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, রাঙামাটি সরকারী কলেজের কম্পিউটার ল্যাব একাডেমিক ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছে৷ আগামী দু-এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে৷
সড়ক ও জনপথ কিবভাগের কর্মকর্তা জানান, রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই-চন্দ্রঘোনা-রাজস্থলী ব্রীজের কাজ চলছে৷
মত্স্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা জানান, কাপ্তাই লেইক থেকে গত মাসে ১১শত২৮মেট্রিক টন মত্স্য আহরন করা হয়েছে৷
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা জানান, কাউখালী উপজেলার পায়ার স্টেশন নির্মান কাজ সামান্য বাকী রয়েছে এক দেড় মাসের মধ্যে সম্পন্ন হবে৷
খাদ্য বিভাগের কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের অন্যান্য জেলায় ন্যয় এ জেলার ১৬হাজার ৪শত ২৩পরিবারকে ১০টাকা দামে চাল বিক্রি করা হবে৷ এছাড়া জেলায় খাদ্য পর্যাপ্ত ও সন্তোষজনক রয়েছে৷
বাংলাদেশ বেতার রাঙামাটি শাখার সহকারী পরিচালক জানান, বেতারে সকাল ১১টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিয়মিত অনুষ্ঠান ১০৩.২ মেগাহার্টসে সম্প্রচার করা হচ্ছে৷
এছাড়া সভায় উপস্থিত অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগ ও জেলার সমস্যা মতামত ও অন্যান্য কার্যক্রম উপস্থাপন করেন চেয়ারম্যান উপস্থাপিত সমস্যা ও মতামত গুলো গুরম্নত্বের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ এবং পরিষদ হতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ৷





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি