শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কালের স্বাক্ষী আজমিরীগঞ্জের জলসুখা কালভৈরব মন্দির
কালের স্বাক্ষী আজমিরীগঞ্জের জলসুখা কালভৈরব মন্দির

উত্তম কুমার পাল হিমেল, জলসুখা, আজমিরীগঞ্জ থেকে ফিরে:: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৩.১১মি.) হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের কাল ভৈরব মন্দিরটি কালের স্বাক্ষী হয়ে রয়েছে ৷ আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে অবস্থিত প্রায় আড়াই শত বছর পূর্বে এখানে কালভৈরবের গাছ স্থাপন করে সেবাপূজা চলে আসলেও ৭০ বছর পূর্বে গত ১৩৫২ বাংলার ২রা কার্তিক এ মন্দিরে স্থায়ীভাবে পাথরের বড় মুর্তি প্রতিস্থাপন করে মন্দির স্থাপন করা হয়েছে৷ যা দর্শন করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনাথী ছুটে আসেন৷ দর্শনাথীদের সাথে আলাপকালে জানাযায় দেশের খুব কম স্থানই আছে যেখানে এ রকম বড় ও উচু আকারের মুর্তি স্থাপন করা হয়৷ লোকমুখে শোনা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানী বাহিনী এ কালভৈরবটি ধ্বংস করার চেষ্টা করলেও তা ধ্বংস করতে পারেনি৷ এর পর থেকে এ মন্দিরের ঐতিহ্য লোক মুখে প্রচার হলে এখানে দেশের বিভিন্ন্ মানুষের মানস প্রদানসহ দর্শনের জন্য ভীড় বেড়ে যায় ৷
কালভৈরব মন্দিরের সেবায়েত প্রাণকান্ত ভট্টাচার্য্য এ প্রতিনিধিকে বলেন, জাগ্রত কালভৈরব এ মন্দিরে বহু দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে বিভিন্ন মানস প্রদান করেন৷ প্রতি শনি ও মঙ্গলবার এ মন্দিরে পূজা অর্চনা করে দুপুর পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়৷ আর অন্যান্য দিন দুপুর ১২ টা পর্যন্ত খোলা রাখা হয়৷ এছাড়া প্রতি বছর পৌস সংক্রান্তির তিথিতে ২ দিন ব্যাপী মেলা অনুষ্টিত হয়৷ এতে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন৷





প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
আরিচা ঘাটের সেকাল আর একাল
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা